সাকিব আল হাসান

লেখক : আলী ইব্রাহিম

যে বাংলাদেশ তুমি আমাদের চিনিয়েছ, তা সুদূরের ভালোবাসায় সিক্ত। তোমার নামের সবটুকু অহং আমাদের উপলব্ধিতে জমা হয়। আমরা তোমায় ভালোবাসি। মাটির প্রতিভায় ক্রিকেটে স্বপ্ন ছুঁয়ে দিলে তুমি, হে মহাশিল্পী। কিন্তু রাজকোকিলরা তোমার মনমেজাজ বোঝে না। তুমিও সুন্দরবনের বাঘ। তাই স্বরূপে স্বভাব ছড়াও। তুমি শিল্পী। তাই বেতাল তোমার পছন্দ নয়। তুমি ক্রিকেট মাঠের শ্রমিক। তাই বঞ্চনার দু:খে তুমি কাঁদো। কেননা তুমি কবি। তুমি স্বাধীন। তুমি কেবলি প্রত্নতাত্ত্বিক রঙ ছড়াও, আর ইতিহাস হও কলাবিদ্যায়। অথচ পরাশ্রয়ীরা তামাশা হয় দূরত্বে, মৃতঘাসে। আমি তাদের সর্বনাশ দেখে দেখে লিখেছি ভর্ৎসনা! আর আমি নতুন বীজের হাসিতে দেখেছি তোমাকে। উদ্ভিদের অন্তরে, পাখির ডানায় আর ফুলের সৌরভে তুমি উত্থিত। আর আঙুলে ছড়াও আলো, প্রেম ও স্বপ্ন। তার কিছু দ্যুতি ছড়িয়ে দিয়েছ বীজে, আর কিছু এই নগরে। আর তুমি হে মহাশিল্পী, বীজের সম্ভারে ফুটে উঠছ প্রতিনিয়ত।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।