গণেশ ঠাকুর

লেখক : নয়নমণি সাহা

গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর,
পেটটি কেন মোটা?
ফ্যাটি খাবার খাও বুঝি রোজ
লাড্ডু গোটা গোটা!

আজকে পুজোর দিনে ঠাকুর
বুঝে শুনে খাবে,
সুগার যদি হাই হয়ে যায়
বদ্যি কোথায় পাবে?

গণেশ ঠাকুর শুঁড়টি তোমার
এত্ত কেন বড়ো!
সর্দি হলে সিকনি নাকের
কেমন ক’রে ঝাড়ো?

রাগ ক’রো না গণেশ ঠাকুর
দেবো তালের বড়া,
তোমার পুজোর ছলে আমি
লিখলাম এই ছড়া।


লেখক পরিচিতি : নয়নমণি সাহা
এক নগন্য কবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন