যদি সারমর্ম না বোঝো

লেখক : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

মেধা দিয়ে কি লাভ হবে
যদি আদর্শ না থাকে অন্তরে,
শিক্ষা দিয়ে কি লাভ হবে
যদি কাজে না আসো
দেশ ও জাতির সামাজিক কর্মকান্ডের প্রান্তরে!

টাকা দিয়ে কি লাভ হবে
যদি চরিত্র থাকে কালো,
আমার কাছে সেই উত্তম
যার চরিত্র হয় ভালো।

শক্তি দিয়ে কি লাভ হবে
যদি ধৈর্য না থাকে মনে,
এর চেয়ে ভাই পাগল ভালো
সে ঘুরে বনে বনে।

সুখ দিয়ে কি লাভ হবে
যদি কষ্ট,কখনোই না আসে,
তখন তুমি বুঝতে পারবে
প্রভু নেই তোমার পাশে।

বন্ধু দিয়ে কি লাভ হবে
বিপদে যদি না কাজে আসে,
এর চেয়ে ভাই একলা থাকো
দিন বা বারোমেসে।

জানা দিয়ে কি লাভ হবে
যদি মানতেই না পারো,
কম জেনে বেশি বোঝার মত
পন্ডিত্য এবার ছাড়ো।

বিশ্বাস দিয়ে কি লাভ হবে
যদি রাখো,মিথ্যায় ভরপুর
মিথ্যে দিয়ে সত্য রুখা যায় না
সত্যের জয় বহুদূর।

কবিতা পড়ে কি লাভ হবে
যদি সারমর্মই না বোঝো,
নিজেকে নিজে তালাশ করে
সত্যের রাস্তা খুঁজো!

লেখক পরিচিতি : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
লেখক বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে ১৯৯২ জন্মগ্রহন করেছেন। ২০১১ সালে এস.এস.সি ও ২০১৫ সালে কৃষিতে ডিল্পোমা করেছেন। বর্তমানে একটি ব্যবসায়িক কাজে জড়িত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন