যদি বলি

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

যদি বলি-‘ক্ষুধার্ত আমি,
একমুঠো অন্ন চাই’,
তোমরা বলো-‘বন্দরে এখনো
জাহাজ ভিড়ে নাই।’
যদি বলি-‘নগ্ন আমি,
একখন্ড বস্ত্র চাই’,
তোমরা বলো-‘আধুনিক যুগে
লজ্জার কিছু নাই।’
যদি বলি-‘ভাসমান আমি,
একচিলতে জমি চাই’,
তোমরা বলো-‘কোথায় দেব?
ফুটপাতেও জায়গা নাই।’
যদি বলি-‘অশিক্ষিত আমি,
এক কলম বিদ্যা চাই’,
তোমরা বলো-‘মূর্খই থাকো,
জ্ঞানীর দরকার নাই।’
যদি বলি-‘পীড়িত আমি,
একবিন্দু সেবা চাই’,
তোমরা বলো – স্রষ্টার উপরে
কারো হাত নাই।

লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসে যুগ্মপরিচালক হিসেবে কর্মরত। জন্ম-বাংলা 1374 সনের 20 কার্ত্তিক নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধারাম গ্রামে। শিক্ষাগত যোগ্যতা-এমবিএ(ফাইন্যান্স এন্ড ব্যাংকিং)।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।