লেখক : নিখিল মিত্র ঠাকুর
কাকাতুয়ার মাথায় ঝুটি,
বকের মাথায় টিকি,
সামকলটার যে বড়ো টুটি,
ফিঙের লেজটা শুটি।
টিয়ার গলায় লালচে মালা,
প্যাচার মুখটা বালা,
উট পাখিটার ডানা ফালা,
তিতির কানে কালা।
চিলের পায়ে নখের থাবা,
শালিক হলো হাবা,
কাকের রঙটা বড়োই দাবা,
পায়রা রঙে ছাপা।
লেখক পরিচিতি : নিখিল মিত্র ঠাকুর
নিখিল মিত্র ঠাকুর প্রধান শিক্ষক বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়