হারিয়ে গিয়েছো

লেখক : নয়নমণি সাহা

পড়ন্ত রোদে হেঁটেছিলে তুমি একা,
আমরা তোমার অনেক পেছনে ছিলাম,
রাত্রি পেরিয়ে পেলে সূর্যের দেখা —
একমুঠো রোদ আমরা কুড়িয়ে নিলাম।

সূর্যের আলো ঝকমক ঠিকরায়,
তোমার জীবনে হাজার সূর্য আলো,
আমরা ভিজেছি ঘনঘোর বাদলায়,
একটু আগুন চকমকিতেই জ্বালো।

রাত্রি নামে যে আমার কাছে এবার,
নিয়েই যাবে কোথায় বুঝি আমাকে;
অনেক কিছুই রয়ে গেল যে দেবার,
বড্ড বেশি দরকার আজ তোমাকে।

হারিয়ে গিয়েছো। এটাই হয়তো ঠিক।
ফিরে আসাটাই হয়তো বা বেমানান।
নীরবতা তাই ছেয়ে আছে চারদিক,
বাজবে কি আর প্রভাত বেলার গান?

লেখক পরিচিতি : নয়নমণি সাহা
এক নগণ্য কবি

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

বিভিন্ন লেখকের কবিতা গল্প পাঠ শুনতে এখানে ক্লিক করুন

লেখালিখি লোগো