সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সকলের জন্য সববাংলায় এর তরফ থেকে রইল এই মিষ্টি উপহার – আমাদের এই নববর্ষ সংখ্যা। এই উপহার পেয়ে আপনাদের রসনা সন্তুষ্ট না হলেও হৃদয় মিষ্টি স্বাদে ভরে উঠবে এই বিশ্বাস আছে।
এই বিশেষ সংখ্যাটি পড়ে কেমন লাগল জানাবেন কমেন্ট করে। আর সকলের সঙ্গে ভাগ করে নেবেন এই সাহিত্য স্বাদ – মনে রাখবেন এই স্বাদ ভাগ করলে আরও মনোরম হবে।
নিচের ছবি অর্থাৎ ওয়েবজিনের প্রচ্ছদে ক্লিক করে পড়ে নিন এই বিশেষ সংখ্যাটি।
পড়া শুরু করেছি। প্রচ্ছদ চমৎকার!
কবিতা পড়লাম (গুচ্ছ কবিতা পড়িনি এখনও) – ঋষা, অয়ন আর অর্পিতার কবিতা বেশ ভালো লাগলো!
ইচ্ছামৃত্যুর গল্পটি বেশ চমকপ্রদ! মিত্রা হাজরার লেখাও বেশ লেগেছে।
বাকি এখনও অনেকটা পড়া বাকি…
চলছে…
ধন্যবাদ অরিত্র।
‘ইতিহাস রচনায় সাম্প্রদায়িকতার উৎস’ পড়লাম। সমৃদ্ধ হলাম। লেখকের কাছ থেকে বিভিন্ন সময়ে সমৃদ্ধ হয়েছি।
Likhte chai
রতন চক্রবর্তী লেককের “ইতিহাস রচনায় সাম্প্রদায়িকতার উৎস ” পরলাম।অতি উচ্চ গুনমানের লেখা। শুধু আমার কাছে নয় সমবেত সকলের কাছে সমাদৃত ও ভালোলাগার মত বলে আমার মনে হয়।