লেখক : খালেদ আহমেদ
বলতে হবে সত্য কথা, তাই তো বলতে হয়!
সত্যটা যদিও অবাস্তব, তবে মিথ্যা নয়।
আমি কহিলাম, প্রয়োজন আমার –
একা যে হয়েছি আমি,
সবাই বলে চাকরি করো
পেয়ে যাবে কুলনারী।
চাকরি আমি খুজবো কোথায়?রয়েছি এখনও কর্মকুশল
যোগ্য হতে লাগবে দিন।
আগে তো আর কাটে না সময়,
বলছিলাম এখন দেখো
হয়ে যাবো আমি যোগ্য।
তারা বলল,নাভিস্থিত শরীরের পঞ্চবায়ুর অন্যতম।
বুঝলাম, আমার কথা আর কেউই বুজবে না।
চলে গেলাম দূরে এক ধর্মনেতার কাছে।নিয়ে আসিলাম সুন্দর সব মন্ত্রনা।
দেখালাম তাকে, বললাম আমি –
এখন তো বুঝেছ ঠিকই,
তারা বলল বুঝলে কি হবে?
নেই যে তোমার কড়ি।
আমার কি নেই দেখেছ তুমি?শুধুই যে পেয়েছো অর্থ,
একদিন আমিও হব ধনশালী,
তখন থাকবেনা এর কোনও মর্ম।
যেদিন আমি ধরবো বিকল পথ
সেদিন বুজিবে তুমি,
অর্থেই হয় না সবই
ইচ্ছাই আসল নীতি।
বোঝনা কি তুমি, কি করব আমি?আমার যে ইচ্ছা প্রবল,
আমি জানি এটাই হল
যুবকদের ইমানের বল।
লেখক পরিচিতি : খালেদ আহমেদ
কবনাম: খালেদ আহমেদ জেলা: সিলেট উপজেলা: জকিগঞ্জ ডাক: থানাবাজার (৩১৯০) শিক্ষাজীবন: জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালে এস এস সি পরিক্ষায় উত্তির্ন হই এবং ২০২৩ সালে জকিগঞ্জ সরকারি কলেজ থেকে এইচ এস সি পরিক্ষায় অংশগ্রহণ করি।