ঘামে ভেজা শরীর

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

এখন পৃথিবী ছুটছে অত্যাধুনিক স্রোতের অনুকূলে।তাই ফুল নয় ঘামের গন্ধে নেশাগ্রস্ত শ্রমিক থেকে বর্তমান যুবসমাজ। ভালোবাসার ফলস্বরূপ তোমার শরীরের যে পুলকাশ্রু, ঘামে ভেজা রূপালি জল। নীল আকাশের মত ঠান্ডা, সুন্দর আর পবিত্র।

ঘামে ভেজা শরীরের ব্যথাতুর চাষীদের পরিশ্রমের দাম আজও আটকে আছে, জনৈক চাষীর জলে ডোবা সোনালী ধান ক্ষেতে। তোমার-আমার বাস্তু ভিটের সীমানা পেরিয়ে লাল-হলুদ মেঘ আর সন্ধ্যার দিগন্ত জুড়ে, শুরু হয়েছে মানুষের বেচা-কেনার হাট।

দুরন্ত-উত্তাল সমুদ্রের নোনা জলের ঢেউয়ে ভেসে এলো নামগোত্রহীন শ্বেতশুভ্র ফেনরাশি। প্রভাতের শিশিরে ভেজা অনুভূতিরা ভাষা খুঁজে পেল। অনামী সাধারণ পাথরের বুক কেটে কেটে, জীর্ণ পৃথিবীর, ঘামে ভেজা শিল্পীর হাতুড়ি আজও তৈরি করে যায় অসংখ্য নতুন প্রতিমা।

লেখক পরিচিতি : অর্দ্ধেন্দু গায়েন
জন্ম উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের মাধবকাটী গ্রামে।পেশায় সরকারী চাকুরী হলেও নেশা পড়াশোনা , ইচ্ছে হলেই লেখা-সে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ যা কিছু হতে পারে, অবসরে বাগান করা,ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা ইত্যাদি।তবে সব পরিচয়ের সমাপ্তি ঘটে সৃষ্টিতে --পাঠক যেভাবে চিনবেন আমি সেভাবেই থেকে যাবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum