আগামীর জন্য

লেখক : শ্রীলিম

দিনগুলো সব পেরিয়ে যাচ্ছে একটার পর একটা,
প্রতিনিয়ত আমরা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছি,
লেলিহান শিখা অবিরত গিলে খাচ্ছে আমাদের,
বিশ্বের জঠরে আজ ভিসুভিয়াসের লাভা,
বারবার উদগিরণে উত্তপ্ত আজ বসুন্ধরা।

জীবন আজকে মূল্যহীন স্পর্ধার কাজে,
দাপটের সঙ্গে অভিনয় করে চলেছে আপামর জনসাধারণ,
এক স্টেজ থেকে আরেক স্টেজে,
বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বারুদের গন্ধে,
কাতর কন্ঠে আর্তনাদ করে ওঠে গর্ভবতী মা,
নিরুপদ্রব শ্যামলিমা খুঁজে ফেরে,
আগামী প্রজন্মকে জন্ম দেবে বলে!

লেখক পরিচিতি : শ্রীলিম
আমার নাম শ্রী লিল্টু মণ্ডল। আমি "শ্রীলিম" নামে আমার লেখা প্রকাশ করে থাকি।, আমার ঠিকানা, গ্রাম - বালিয়াপুর, শহর - আসানসোল, জেলা - পশ্চিম বর্ধমান, রাজ্য - পশ্চিমবঙ্গ, দেশ - ভারত। আমি পেশায় শিক্ষক। এই শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সময়ে লেখালেখি , পড়াশুনা আর ঘোরাঘুরি করতে ভালোবাসি। আমি সামঞ্জস্যপূর্ণ এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন