পাঙ্গা

লেখক : প্রভঞ্জন ঘোষ

তোমার সঙ্গে পাঙ্গা নিয়েছে
তাই মেরুতে বরফ গলার
আভাস পেয়েছে।

তোমার সঙ্গে পাঙ্গা নিয়েছে
তাই দু’নাকে জাল জড়াবার
রেওয়াজ এনেছে।

তোমার সঙ্গে পাঙ্গা নিয়েছে
উষ্ণ হাওয়ায় তাই জেরবার
ঠেকায় বুঝেছে।

এমনি আরও ছোট-মোট
অনেক ছ্যাঁকায় প’ড়ে
তিড়িং বিড়িং লাফিয়ে মজার
টেরটি পেয়েছে।

তোমার সঙ্গে পাঙ্গা নিয়েছে
বাসস্থানের ভিত্তি কাঁপার
ব্যাপার জেনেছে।

ক্রমান্বয়ে ঝুল জড়িয়ে
দেহের কোষে-কোষে
অসংগতির অনুভূতি
পেয়েই চলেছে-

তোমার সঙ্গে পাঙ্গা নিয়েছে
সাগর, নদীর উন্মাদনা
গলায় বেঁধেছে!

তোমার সঙ্গে পাঙ্গা নেওয়া
এমনি সোজা নয়,
যখন প্রলয় নিয়ে আসো
তখন বোঝা হয়!


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।