লেখক : পার্থ সরকার
অস্পষ্ট শাঁখের শব্দ
ঠিকানা বিভ্রান্তির
আর বিলুপ্ত শীতের সকালের বিশুদ্ধ গাঁদাফুলের গন্ধ
রথের আবিষ্কার তবু অস্পষ্ট একটা পাদানি…
অবশেষে টগরফুলের পরিচয়ে
ক্লান্ত শঙ্খের নিজস্ব কবিতা
সমস্ত সোনালি ডানার শব্দ তোর জন্য, রঞ্জন।
লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মানুষের বিকৃত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে ।