লেখক : প্রভঞ্জন ঘোষ
রাতের শোভা
রাত যেখানে আঁধার দিল
সমস্ত জল কালো
চন্দ্র তাহার জ্যোৎস্না ফেলে
ছুপিয়ে দিল আলো।
রাত যেখানে বিছিয়ে দিল
গভীর নীরবতা
রাতের পাখি ছড়িয়ে দিল
গানের রূপকথা।
রাস্তা যখন শূন্য হ’ল
কোথাও নেই সাথী
তারার ভিড়ে পথ হারাল
আপনিই নিশুত রাতি।
ফুলের মাঝে জড়িয়ে দিল
যেই না কালো লেবাস-
চম্পা, যূথী ভরিয়ে দিল
আরও মধুর সুবাস।
ছিনিয়ে নিতে রত্ন, রাত্রি
দিক না যতই হানা
তৃণের ডগায় উপচে ওঠে
ততই শিশির কণা।
সকল কালো জমিয়ে করুক
হাজার বিরূপতা,
রাত নীরবে আউড়ে চলে
ঊষার স্তুতিগাথা!
স্নিগ্ধ-শীতল
শীতল হাওয়া বয়
বাদুড়, বেজি, বগেরা
তার মধুর ছোঁয়া পায়,
এক ধরনের লাল পিঁপড়ে
দৌড়ে যেতে যেতে
ততক্ষণে সকল নিয়ে
কোথায় সরে যায়!
মাটির মাঝে রেখে যাওয়া
স্নিগ্ধ অঙ্গীকারে
সন্ধিপদী কতক তাহার
ধরণ বুঝতে পারে।
মধুর সুবাস বয়-
ফিরতি পথে সেই হাওয়া
সৌরভের সওয়ার হয়।
শান্তি নামের শ্বেত কবুতর
শান্তি নামের সেই পাখিটা
দানার খোঁজে রোজ পাড়ি
দিচ্ছে দূরে চোখের আড়াল
প্রান্তরে, ঘরদোর ছাড়ি’।
পানির খোঁজে যাচ্ছে উড়ে
রোজ সাগরের অঞ্চলে-
বারান্দা, ছাদ, বর্গা-কড়ি
উঠোন, চাতাল সব ভুলে।
দানাপানির ওইটুকু দান
শূন্য দেখে তাই ধীরে-
শান্তি নামের শ্বেত কবুতর
ঘর ছেড়ে রোজ যায় দূরে।
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী
‘রাতের শোভা’ লেখাটি বেশ ভালো।