ঈশ্বরীয় কণা

লেখক : প্রভঞ্জন ঘোষ

আলোর মতো উড়ে বেড়ায়
ঈশ্বরীয় কণা
বুকের শূন্যে ঠোকা খেয়ে
মেলে স্বচ্ছ ডানা
যেই ফুলকে আঁকড়ে ধরে
চিকন ডালে-ডালে
সেই ফুলকে দিব্য জেনো
স্বর্ণ চাঁপা বলে।
চোখের থেকে ফিরে গিয়ে
আকাশ মাঝে জেনো
যেথায় উজল জ্বলে-
তাকে নীহারিকা বলে।

হিমের মতো উড়ে বেড়ায়
ঈশ্বরীয় কণা,
উষ্ণ মগজ এড়িয়ে
ঘাসের ডগায় ঝ’রে টানা
হীরে-মোতি-চুনির মত
যেই আলোটি জ্বালে
সেই হিমানিপুঞ্জটিকে
শিশির কণা বলে।
মনন থেকে ফিরে গিয়ে
হিমালয়ে জেনো
যেই বরফে ঢলে
তাকে হিমাদ্রি-চূড় বলে!


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।