চেয়ার ও আমি

লেখক : প্রিতম গোর্কি

আজ বিকেলে হঠাৎ বাতাস
আমার নাম ধরে ডাকল,
মিথ্যে না সত্যি বুঝে ওঠার আগেই
আমি নিজের ভিতরে
একটা ফাঁকা চেয়ার খুঁজে পেলাম।

চেয়ারটি সম্ভবত সেই দিনের,
যেদিন আমি নিজেকে বসিয়ে
দীর্ঘক্ষণ জিজ্ঞাসা করেছিলাম
“তুই আসলে কোথায় যাচ্ছিস?”
উত্তরটা তখনও লোড হচ্ছিল,
এখনও হয়ত ‘বাফারিং’-এ আটকে আছে।


লেখক পরিচিতি : প্রিতম গোর্কি
কবি ও গল্পকার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up