লেখা জমা দেওয়ার পদ্ধতি

১. আপনার যেকোন লেখা লেখালিখি সাইটে প্রকাশ করতে হলে লেখাটি এখানে ক্লিক করে ফর্মে লেখাটি জমা করুন।

২. একসঙ্গে একাধিক লেখা জমা করবেন না। একটি লেখা প্রকাশিত হলে তবেই পরবর্তী লেখা পাঠাবেন। সকল লেখককে সমান সুযোগ করে দিতেই এই অনুরোধ।

২. লেখা জমা করে সাইটের একদম শেষে নিজের নাম ও ইমেল আইডি দিয়ে লেখালিখি সববাংলায় সাইট সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করা থাকলে লেখা প্রকাশিত হলেই আপনি মেল পাবেন। আপনি যদি সাবস্ক্রাইব করতে না চান সেক্ষেত্রে সাইটে এসে দেখবেন লেখা প্রকাশিত হয়েছে কিনা।

৩. লেখা সাইটের ফর্মে জমা দেওয়ার ৩০ দিনের মধ্যেই লেখা প্রকাশিত হবে। যদি ৩০ দিনের মধ্যে লেখা প্রকাশিত না হয় তাহলে কোন কারণবশত লেখাটি গৃহীত হয়নি। অন্য কোন সমস্যার ক্ষেত্রে বা লেখা প্রকাশ করতে ৩০ দিনের বেশি সময় লাগলে আপনার সঙ্গে আপনার দেওয়া ইমেলে যোগাযোগ করে নেওয়া হবে।

৪. তথ্যনির্ভর প্রবন্ধের ক্ষেত্রে তথ্যসূত্র দেওয়া বাঞ্ছনীয়।

৫. এই মুহূর্তে উপন্যাস বা ধারাবাহিক গল্প বা প্রবন্ধ এই পদ্ধতিতে নেওয়া হচ্ছে না। সে জন্য মেল করে লেখা পাঠাবেন এই ঠিকানায় lekhalikhi@sobbanglay.com ধারাবাহিক গল্প, উপন্যাস বা প্রবন্ধের ক্ষেত্রে লেখাটি যদি অনধিক পাঁচ পর্বে শেষ হয়, তবে সবকটি পর্ব একসাথে পেলেই লেখাটি প্রকাশের জন্য বিবেচিত হবে। পাঁচের বেশি পর্বের ক্ষেত্রে অন্তত পাঁচটি পর্ব একসাথে না পেলে লেখা গ্রহণীয় হবে না।

৬. যদি উপন্যাস ছাড়াও অন্য লেখাও আমাদের মেইলে পাঠাতেই আপনি স্বচ্ছন্দ বোধ করেন, তাহলে আপনার লেখাটি ইমেল করতে পারেন এই ঠিকানায়: lekhalikhi@sobbanglay.com। ইমেইলের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখবেন-

  • আপনার সম্পূর্ণ লেখাটি ইমেল বডিতে লিখে পাঠাবেন, এটাচমেন্ট (পিডিএফ, ওয়ার্ড, ইমেজ ফাইল) হিসেবে নয়। ইমেলের সাবজেক্টে লেখার শিরোনাম ও বিভাগ উল্লেখ করতে হবে। যেমন, যদি আপনি ‘ক’ নামে একটি গল্প পাঠাতে চান, তাহলে সাবজেক্টে লিখতে হবে: গল্প – ‘ক’
  • লেখার সাথে অবশ্যই লেখক পরিচিতি পাঠাবেন যা লেখালিখি সাইটে মূল লেখার সাথে প্রকাশ পাবে। এখানে আপনি জন্ম, কর্ম বৃত্তান্ত লিখতেই পারেন কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। বরং আপনি বলতে পারেন আপনার বিভিন্ন শখের কথা, লেখা-পড়া সম্পর্কে আপনার আগ্রহ-অনাগ্রহের কথা। আপনি যেভাবে পাঠকের সামনে নিজেকে তুলে ধরতে চান, জানান আমাদের। আপনার কথা আপনারই বয়ানে প্রকাশিত হবে লেখক পরিচিতি অংশে। মনে রাখবেন, লেখক পরিচিতি ছাড়া কোনো লেখা প্রকাশ  করা হবে না। তাই লেখা পাঠানোর সময় ইমেল বডিতে লেখার শেষে লেখক পরিচিতি লিখে পাঠাবেন।
  • লেখা পাঠানোর সময় ইমেলে আপনার ফোন নম্বর, পোস্টাল এড্রেসও পাঠাবেন। আপনার ব্যক্তিগত তথ্য কেবলমাত্র লেখালিখি সম্পাদকীয় বিভাগের কাছেই থাকবে, লেখালিখি সাইটে প্রকাশ করা হবে না। মনে রাখবেন, ব্যক্তিগত এই তথ্যগুলো না দিলে লেখা প্রকাশিত হবে না, তাই লেখার সাথে এই তথ্যগুলোও ইমেলে পাঠাবেন আমাদের।
  • অনলাইন ফর্ম বা ইমেল যেভাবেই লেখা জমা দিন প্রত্যেক লেখার প্রাপ্তি স্বীকার সম্ভব নয়, ৩০ দিনের মধ্যে লেখা অবশ্যই প্রকাশিত হবে। অন্যকোন সমস্যা হলে জানানো হবে।

৭. আপনি আপনার লেখা লেখালিখি সাইটে ফর্মে জমা অথবা lekhalikhi@sobbanglay.com এই ঠিকানায় মেইলে জমা দেওয়ার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলী মেনে নিচ্ছেন –

  • লেখাটি আপনার নিজস্ব।
  • লেখাটি কোন মুদ্রিত বা ডিজিট্যাল বই/পত্রিকায় পূর্ব প্রকাশিত নয় এবং এখানে জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে অন্যত্র জমা দেবেন না। কোনভাবে যদি ধরা পড়ে যে লেখাটি পূর্বপ্রকাশিত তাহলে আপনাকে ব্ল্যাকলিস্ট করা হতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে অপ্রকাশিত লেখা জমা করলেও প্রকাশ করা হবে না।
  • লেখালিখি সববাংলায় সাইটে লেখাটি প্রকাশ হওয়ার পরও কপিরাইট আপনারই থাকবে এবং আপনি অন্য কোথাও লেখাটি প্রকাশ করতে চাইলেও করতে পারবেন তবে তাঁদের জানিয়ে রাখবেন লেখাটি আমাদের এখানে প্রথম প্রকাশিত হয়েছে।
  • আপনার লেখার কপিরাইট যেমন আমরা নিচ্ছি না তেমনই অন্যত্র কপিরাইটের সমস্যা হলে দায় আপনার, আমাদের নয়।
  • আমাদের সাইটে একবার লেখাটি প্রকাশিত হলে সেটিকে অপ্রকাশিত করার কোনরকম অনুরোধ রাখা হবে না।
  • আপনার লেখায় ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক যেকোনও মতামত আপনার নিজস্ব এবং তার দায় আপনার।
  • লেখালিখি সববাংলায় আপনার লেখা সংক্রান্ত (কপিরাইট হোক বা মতামত) কোনও দায় নেবে না।

লেখালিখি তে প্রকাশিত লেখার নিয়মিত আপডেট পেতে আপনার নাম ও ইমেল এড্রেস দিয়ে সাবস্ক্রাইব করুন লেখালিখি ওয়েবসাইটে

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন