লেখা জমা দেওয়ার পদ্ধতি

১. আপনার যেকোন লেখা লেখালিখি সাইটে প্রকাশ করতে হলে লেখাটি এখানে ক্লিক করে ফর্মে লেখাটি জমা করুন। আপনি লেখাটিকে ঠিক যেভাবে আমাদের সাইটে দেখতে চান অর্থাৎ নিজের পছন্দের ছবি, ফরম্যাটিংসহ (লেখার রঙ ইত্যাদি সাইট নির্ধারিত) ঠিক সেইভাবে জমা করুন ওপরে বর্ণিত ফর্মে। আমরা বিনা সম্পাদনায় বা ন্যুনতম সম্পাদনায় আপনার লেখা প্রকাশ করব।

২. লেখা জমা করে সাইটের একদম শেষে নিজের নাম ও ইমেল আইডি দিয়ে লেখালিখি সববাংলায় সাইট সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করা থাকলে লেখা প্রকাশিত হলেই আপনি মেল পাবেন। আপনি যদি সাবস্ক্রাইব করতে না চান সেক্ষেত্রে সাইটে এসে দেখবেন লেখা প্রকাশিত হয়েছে কিনা।

৩. লেখা সাইটের ফর্মে জমা দেওয়ার ৩০ দিনের মধ্যেই লেখা প্রকাশিত হবে। যদি ৩০ দিনের মধ্যে লেখা প্রকাশিত না হয় তাহলে কোন কারণবশত লেখাটি গৃহীত হয়নি। অন্য কোন সমস্যার ক্ষেত্রে বা লেখা প্রকাশ করতে ৩০ দিনের বেশি সময় লাগলে আপনার সঙ্গে আপনার দেওয়া ইমেলে যোগাযোগ করে নেওয়া হবে।

৪. তথ্যনির্ভর প্রবন্ধের ক্ষেত্রে তথ্যসূত্র দেওয়া বাঞ্ছনীয়।

৫. এই মুহূর্তে উপন্যাস বা ধারাবাহিক গল্প বা প্রবন্ধ এই পদ্ধতিতে নেওয়া হচ্ছে না। সে জন্য মেল করে লেখা পাঠাবেন এই ঠিকানায় lekhalikhi@sobbanglay.com ধারাবাহিক গল্প, উপন্যাস বা প্রবন্ধের ক্ষেত্রে লেখাটি যদি অনধিক পাঁচ পর্বে শেষ হয়, তবে সবকটি পর্ব একসাথে পেলেই লেখাটি প্রকাশের জন্য বিবেচিত হবে। পাঁচের বেশি পর্বের ক্ষেত্রে অন্তত পাঁচটি পর্ব একসাথে না পেলে লেখা গ্রহণীয় হবে না।

৬. যদি উপন্যাস ছাড়াও অন্য লেখাও আমাদের মেইলে পাঠাতেই আপনি স্বচ্ছন্দ বোধ করেন, তাহলে আপনার লেখাটি ইমেল করতে পারেন এই ঠিকানায়: lekhalikhi@sobbanglay.com। ইমেইলের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখবেন-

  • আপনার সম্পূর্ণ লেখাটি ইমেল বডিতে লিখে পাঠাবেন, এটাচমেন্ট (পিডিএফ, ওয়ার্ড, ইমেজ ফাইল) হিসেবে নয়। ইমেলের সাবজেক্টে লেখার শিরোনাম ও বিভাগ উল্লেখ করতে হবে। যেমন, যদি আপনি ‘ক’ নামে একটি গল্প পাঠাতে চান, তাহলে সাবজেক্টে লিখতে হবে: গল্প – ‘ক’
  • লেখার সাথে অবশ্যই লেখক পরিচিতি পাঠাবেন যা লেখালিখি সাইটে মূল লেখার সাথে প্রকাশ পাবে। এখানে আপনি জন্ম, কর্ম বৃত্তান্ত লিখতেই পারেন কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। বরং আপনি বলতে পারেন আপনার বিভিন্ন শখের কথা, লেখা-পড়া সম্পর্কে আপনার আগ্রহ-অনাগ্রহের কথা। আপনি যেভাবে পাঠকের সামনে নিজেকে তুলে ধরতে চান, জানান আমাদের। আপনার কথা আপনারই বয়ানে প্রকাশিত হবে লেখক পরিচিতি অংশে। মনে রাখবেন, লেখক পরিচিতি ছাড়া কোনো লেখা প্রকাশ  করা হবে না। তাই লেখা পাঠানোর সময় ইমেল বডিতে লেখার শেষে লেখক পরিচিতি লিখে পাঠাবেন।
  • লেখা পাঠানোর সময় ইমেলে আপনার ফোন নম্বর, পোস্টাল এড্রেসও পাঠাবেন। আপনার ব্যক্তিগত তথ্য কেবলমাত্র লেখালিখি সম্পাদকীয় বিভাগের কাছেই থাকবে, লেখালিখি সাইটে প্রকাশ করা হবে না। মনে রাখবেন, ব্যক্তিগত এই তথ্যগুলো না দিলে লেখা প্রকাশিত হবে না, তাই লেখার সাথে এই তথ্যগুলোও ইমেলে পাঠাবেন আমাদের।
  • আপনার লেখার সাথে মানানসই কোনো ছবিও (২:১ অনুপাতের ছবি) আপনি পাঠাতে পারেন ইমেল করে, তবে সেই ছবিই লেখায় ব্যবহৃত হবে কিনা সে বিষয়ে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ছবির সাইজ সম্পর্কে ধারণা পেতে আপনি লেখালিখি সাইটে যেকোন প্রকাশিত লেখার সাথে দেওয়া ছবি দেখে নিতে পারেন। তবে ৭০০*৩৫০ পিক্সেল সাইজের ছবি পাঠালে সবচেয়ে ভালো।
  • আপনার লেখা ছবি আকারে (যেকোন ইমেজ ফরম্যাটে) এলে তা লেখালিখি সাইটে প্রকাশের জন্য গ্রাহ্য হবে না।
  • লেখালিখি সাইটে প্রকাশের জন্য লেখাটি মনোনীত হলে ইমেল মারফৎ লেখককে জানিয়ে দেওয়া হবে। লেখা সংক্রান্ত অন্যকিছু জিজ্ঞাস্য না থাকলে, প্রতি লেখা পিছু এর চেয়ে বেশি ইমেল আদান-প্রদান কাঙ্খিত নয়।

৭. আপনি আপনার লেখা লেখালিখি সাইটে ফর্মে জমা অথবা lekhalikhi@sobbanglay.com এই ঠিকানায় মেইলে জমা দেওয়ার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলী মেনে নিচ্ছেন –

  • লেখাটি আপনার নিজস্ব।
  • লেখালিখি সববাংলায় সাইটে লেখাটি প্রকাশ হওয়ার পরও কপিরাইট আপনারই থাকবে এবং আপনি অন্য কোথাও লেখাটি প্রকাশ করতে চাইলেও করতে পারবেন।
  • লেখাটি আপনি পূর্বে কোথাও প্রকাশ করে থাকতেই পারেন কিন্তু কপিরাইট সংক্রান্ত কোনও সমস্যা হলে তার দায় আপনাকে নিতে হবে।
  • আপনার লেখায় ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক যেকোনো মতামত আপনার নিজস্ব এবং তার দায় আপনার।
  • লেখালিখি সববাংলায় আপনার লেখা সংক্রান্ত (কপিরাইট হোক বা মতামত) কোনও দায় নেবে না।

লেখালিখি তে প্রকাশিত লেখার নিয়মিত আপডেট পেতে আপনার নাম ও ইমেল এড্রেস দিয়ে সাবস্ক্রাইব করুন লেখালিখি ওয়েবসাইটে

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum