সিনেমাপ্রেমীর সাক্ষাতকার

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

* আপনি কোথা থেকে বলছেন?-“আমি জেল থেকে বলছি”।
*  মানে, আপনার বাসস্থান?-“কারাগার”।
* সিডিউল পাওয়া যাবে?-“কাল সকালে”।
* আপনার নাম?-“মাই নেম ইজ সুলতান”।
* আপনি কোথাকার সুলতান বা রাজা?-আমি “রাজপথের বাদশাহ”। আবার বলতে পারেন – “গরীবের রাজা রবিনহুড”।
* আপনার পেশা?-“ঠান্ডা মাথার খুনি”।
* আপনার নেশা?-“সর্বনাশা ইয়াবা”।
* আপনার বাড়ি কোথায়?-“চিত্রা নদীর পারে”।
* গাঁয়ের নামটি কি?-“মধুমতি”।
* আপনার বাবার নাম? -“মোহাম্মদ আলী”।
* মা’র নাম?-“জমেলা সুন্দরী”।
* জন্ম তারিখ মনে আছে? বাবা বলেন- “উনিশে এপ্রিল”। মা বলেন- “বাইশে শ্রাবন”।
* ভাইবোনদের কথা বলেন-“রাজু আমার ভাই”, সে “কুলি নাম্বার ওয়ান”। আরেকজন- “জুম্মন কসাই”।
* আপনার বোন?-“সুভা, চাঁদনী, দুলারী, নাজমা”- এরা “বোনের মত বোন”। আর “ছোটবোন”- “মেহেরনিগার”।
* ছোটবোনের বিয়ে দিয়েছেন?- সে “মোল্লা বাড়ির বউ”।
* জামাই এর পরিচয়?-“বাঘা আকবর”।
* সে আসলে কেমন?- “ঘাড়তেড়া! ভন্ড”।
* ভালবেসেছেন কাউকে? তার নাম কি?- “গোলাপজান(গোলাপী)”।
* তার সাথে কোথায় দেখা হয়েছিল?-“পথে হল দেখা”।
* সে কি এখন আপনার স্ত্রী?- “ভালবাসলেই ঘর বাঁধা যায় না”।
* সে এখন তাহলে কোথায়?- “গোলাপী এখন বিলাতে”।
* তার সম্পর্কে কি বলবেন?- “আগে যদি জানতাম তুই হবি পর”।
* বিয়ে করেছেন?- “ইয়ে করে বিয়ে” মানে “লাভ ম্যারেজ”।
* তার নাম কি?- “শবনম”। 
*সে দেখতে কেমন?- “কি দারুন দেখতে”! “চাঁদের মত বউ”।
* বিয়ের দিনের কথা মনে আছে?-“শ্রাবণ মেঘের দিন”। “সেদিন বৃষ্টি ছিল”।
* তার সাথে সম্পর্ক কেমন?- সে আমার “জীবন মরণের সাথী”।
*আপনার শ্বশুর?-“কুসুমপুরের কদম আলী”।
* তিনি কি করেন?-“পদ্মানদীর মাঝি”।
* শাশুড়ির নাম?- “মেহেরজান”।
* তাদের ছেলেমেয়ে ক’জন?-“ওরা এগারোজন”।
* সবার পরিচয় বলেন-
১.”মাঝির ছেলে ব্যারিস্টার(আরমান)”
২.”টপ রংবাজ”-”ববি”
৩.”ট্রাক ড্রাইভার’-‘দুর্জয়”
৪.”কসাই”-”মাসুদ রানা”
৫.”হেডমাস্টার”-”দুখাই”
৬.”সন্ত্রাসী মুন্না”
৭.”ডাকু মর্জিনা”
৮.”খায়রুন সুন্দরী”
৯.”বস্তির রানী সুরিয়া”
১০.”খুনী বিল্লা”
১১. আরেকজন হল আমার “রাঙা বউ”
* আপনার সবচেয়ে প্রিয় বন্ধু কে?- “আমার বন্ধু রাশেদ”।
* তার পরিচয়?-সে “বাজারের কুলি”।
* অনেক কথা হল, কি খাবেন?- “এক কাপ চা”। এই গরমে “আইসক্রীম” হলে ভাল!
* আপনার ভাল লাগা?- “হঠাৎ বৃষ্টি”।
* কিসে খারাপ লাগে?- “বউ শাশুড়ির যুদ্ধ” কিংবা “বাবা কেন চাকর”, “বউ কেন বন্ধক”!
* এ বিষয়ে কি বলবেন?-“সাবধান, খবরদার, হুশিয়ার”।
* জীবন সম্পর্কে আপনার ধারণা?- “পদ্ম পাতার জল”।
* শেষ কথা কি বলবেন?-”শেষ উত্তর”- “মনের মত মানুষ পাইলাম না”।
* “কি যে করি”! “সুতরাং” আপনাকে অশেষ ধন্যবাদ। – “মোস্ট ওয়েলকাম”।



 

লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসে যুগ্মপরিচালক হিসেবে কর্মরত। জন্ম-বাংলা 1374 সনের 20 কার্ত্তিক নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধারাম গ্রামে। শিক্ষাগত যোগ্যতা-এমবিএ(ফাইন্যান্স এন্ড ব্যাংকিং)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum