পুজো সংখ্যা

লেখক : আবির দাস

আমার বাড়ি গ্রামে। গাছ পালা পুকুর ধান খাল এসবের ভিতরে আমার বড়ো হয়ে ওঠা। পুজো সরথ কালে হলেও অনেক আগে থেকেই সরথের আকাশ দেখলেই আমি পুজোর দিন গোনা শুরু করি। কি যে ভালো লাগে পরিষ্কার আকাশ। আমাদের বাড়িতে মহালয়ার দিনে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দান করে। পুরুহিত আসেন, তো পুরুহিতের প্রণামী হিসেবে চাল ডাল এর সাথে কাঁচাকলা দেওয়া হয়। কাকতালীয় ভাবে আমাদের একটা কলা গাছের ছোপ আছে প্রতিবছর ওই ছোপ-এ কলার একটা ছড়া পড়বেই। এবছরও তার ব্যাতিক্রম নয় আমাদের কলার মোচা পড়েছে আমি যখন গাছ টি দেখি তখনই মনে হয় মা আসছে। প্রতিবছর এই দিন গুলি আমার কাছে খুব বিশেষ দিন। এই গাছ ,এই পুকুর,এই জল,এই গন্ধ আমি কিছুতেই ভুলতে পারি না। কোথায় যাবো এ দেশ ছেড়ে। তোমার সন্তান যেনো থাকে দুধে ভাতে । 

(আমার বাড়ি বাংলাদেশ, মাদারীপুরে জেলা)


লেখক পরিচিতি : আবির দাস
ভালবেসে লেখা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন