তামাক পাতার নষ্ট স্মৃতি

লেখক : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

আমি তখনও কবি কিংবা লেখক ছিলাম না
সেদিন ছিলাম আমি, পাড়াগাঁয়ের বখে যাওয়া
ছেলেদের মধ্যে অন্যতম একজন!
লেখাপড়া সাইডে রেখে
নিত্যদিন, আগুন জ্বালাতাম তামাক পাতার মাঝে
সকাল, বিকাল, কিংবা গভীর রাতের একাংশে।
বলে রাখা ভালো,
বখে যাওয়ার আগেও আমি ছিলাম
সব বাছাইকৃত ভালো ছেলেদের মধ্যে একজন!
ভাবছেন, তাহলে কীভাবে কী হল?
আজ আপনাদের শুনাবো আমি
আমার অন্ধকার পথে হারিয়ে যাওয়ার গল্প
পাশাপাশি তার থেকে ফিরে আসারও গল্প
চলুন, আর দেরী না করে আপনাদেরকে নিয়ে যাই
আমার নষ্ট অতীতের খানিকটা সময়ের ভিতরে।
আমি তখন ক্লাস নাইনে পড়ি
বাড়ন্ত বয়স আর উড়ন্ত মন নিয়ে ছুটে চলি এ’দিক সে’দিক
তখনও কোনটা ভালো, কোনটা খারাপ, তা ভালো করে বুঝতাম না, সাইকেল চড়ে ঘুরে বেড়ানোর আর গাছের মগডালে চষে বেড়ানোই ছিলো, আমি এবং আমার বন্ধুদের প্রধান কাজ, মাঝে মাঝে গাঙ্গের জলে গিয়ে
সাঁতার কাটতাম আর কাশফুলের ঝোপের মাঝে লুকোচুরি খেলতাম,
আর প্রতিদিন বিকেলে ব্যাট আর বল হাতে মাঠ
গরম করতাম, আর শুক্রবার এলে তো, সারাদিনই
পড়ে থাকতাম বন্ধুদের নিয়ে, দুষ্টুমি আর আড্ডায়
তখন ও তামাক পাতা কি জিনিস জানতাম না,
শুধু জানতাম, পড়া ফাঁকি দিয়ে খেলাধুলা করাই
আমাদের মূল লক্ষ্য,
তখন খুব সুন্দরের ভিতর দিয়ে দিন কাটাতে লাগলাম!
নামকরা মাষ্টার বাড়ির ছেলে বলেই, সবার নজর থাকতো আমার দিকে,
কি করছি, কোথায় যাচ্ছি, তা নিয়ে পাড়ার সবাই
এমনকি, দাড়ি ফাঁকা মুরুব্বীরা ও আমাকে নিয়ে নানান মন্তব্য করতো আর আমার পিছনে অযথা লেগে থাকতো কাঁঠালের কষের মত,
বাকী বন্ধুদের নিয়ে আলোচনা বা গবেষণা করতো
না পাড়ার কেউ!
কিন্তু কেনো?
এই কেনো উত্তর জানা ছিলোনা আমার, তখন
ভিন্ন চিন্তা নিয়ে দিন পার করতে লাগলাম।
হয়তো, শৈশবকালটা এমনি করে সবার কাটে না
যেমন করে আমার কাটতো, লোকের নালিশ আর মায়ের অতিরিক্ত শাসন আমাকে অতিষ্ঠ করে তুলতো,
আমি কোনকিছু না করলেও লোকের কথার কারনে
মায়ের হাতে মাইর খেতে হত!
আর যদি ভুল করেছি, তাহলে তো কথায় নেই,
মাথা পেতে নাও, চিরধার্য করা, মায়ের হাতে দেওয়া কঠোর হতে কঠিন শাস্তি।
আপনি ছেলে বা মেয়ে যাই হয়ে থাকেন, লক্ষ্য করে
দেখবেন, ছেলেদের সব বন্ধুই ভালো থাকে না,
আর মেয়েদের ও সব বান্ধবী ভালো থাকে না,
তাই বলে কি যদি আপনার ছেলে বন্ধু, বা মেয়ে বান্ধবী কোন প্রকার খারাপ কাজের সাথে লীপ্ত থাকে, তাহলে কি আপনি তাহার সাথে চলেন বলে আপনি ও তার মত খারাপ হয়ে যাবেন?
উত্তর আসবে না, কিন্তু আমাদের সমাজ বলবে হ্যা
আপনিও দোষী,
কিন্তু, সত্যিকার অর্থে বা বাস্তব প্রেক্ষিতে আপনি
একজন ভালো মানুষ।
কিন্তু, সমাজ ও সমাজের লোক আপনাকে উপাধি দিলো আপনি একজন খারাপ মানুষ
তখন আপনার কেমন লাগবে নিশ্চয় খারাপ?
ঠিক তেমনি, আমি পাড়া সব ছেলেদের সাথে মিলামেশা করতাম, ভালো খারাপ উভয়ের সাথে
কিন্তু, কোনদিন তাদের সাথে সমাজবিরোধী কাজে অংশগ্রহন করিনি!
তারপরও এলাকার মুরুব্বী থেকে শুরু করে সবাই রটিয়ে দিলো আমি একটা খারাপ ছেলে, বখাটে ছেলে, নেশাখোর, মদখোর, বদমাইশ ইত্যাদি।
তারপর থেকে আমি আস্তে আস্তে ভেংঙ্গে পড়লাম,
তখন রাগে, অভিমানে, হাজারো অভিযোগ নিয়ে
সমাজ বিদ্বেষী, ও বেয়াদবে পরিনত হওয়ার শপথ নিলাম।
যেহেতু, আমি ভালো থেকেও খারাপ মানুষ, সমাজের চোখে, তাহলে তো আমাকে খারাপ হতেই হবে।
এছাড়া আর কোনো রাস্তা আমার সামনে খোলা ছিলো না,
এরপর থেকে আমি সবসময় খারাপ বন্ধুদের সাথে আড্ডায় মশগুল থাকতাম, আর তাদের সাথে সাথে আমিও
তামাকপাতা সেবন শুরু করলাম,
যদিও আমার বন্ধুরা লুকিয়ে লুকিয়ে তামাক পাতা,
আরও অনেক নেশাদ্রব্য সেবন করতো,
কেননা, সমাজ তো তাদের কোনো অপবাদ দিচ্ছে না,
তাই তারা সমাজ ও সমাজের মুরুব্বিদের সম্মান করে
লুকিয়ে লুকিয়ে নেশা সেবন করতো,
আর যেহেতু সমাজ ও সমাজের মুরুব্বিরা আমাকে ভালো থাকার পরও অপবাদের কালি লাগিয়ে দিলো
তাই, আমার মন থেকে এই সমাজ ও সমাজের মুরুব্বিদের প্রতি আমার মন অতিষ্ট হয়ে গিয়েছিলো!
তাই, অত্র এলাকায়, আমিই একমাত্র ছেলে ছিলাম
যে কিনা প্রকাশ্য দিবালোকে সবার সামনে নেশা সেবন শুরু করে দিলাম, সমাজ ও মুরুব্বী কোনোটাও না মেনে,
কারন তারাই আমাকে অপবাদ দিয়ে এই অন্ধকার
গলিতে নিক্ষিপ্ত করে দিয়েছিলো,
তাই তাদের প্রতি ঘৃণা আর রাগের আগুনটা
আমার দিন দিন বেড়েই যাচ্ছিলো, আর আমি আরও বেপোরোয়া হতে লাগলাম যন্ত্রনায়!
তারপর থেকে সত্যি সত্যিই, সমাজ ও সমাজের মানুষের চোখে আমি নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হলাম।
যদিও তখন আমার সামনে আমার বিরুদ্বে কথা বলার সাহস কেউ পেতো না,
তারপরও আমি উপলব্ধি করতাম, আমার পিছনে
সবাই আমাকে খারাপ বলতো,
হ্যা আমি জানতাম, কিন্তু আমার খারাপ লাগতো না
কেনো না, আমি তো সত্যি সত্যিই খারাপ
তাহলে তো ওরা খারাপই বলবে, আর এটাই উচিত।
কিন্তু, আমার কাছে খারাপ লাগতো তখন
যখন আমি নেশা করতাম না, বা ভালো ছেলে ছিলাম
তখনও কেনো সমাজের লোকেরা আমাকে
খারাপ বলে আখ্যায়িত করতো, এই প্রশ্নের উত্তর কেউ কি আমায় দিতে পারবে ?
জানি, এর উত্তর কারো কাছে নেই,
ততদিনে, এর উত্তর আমি খুঁজে পেয়ে গেছি।
সিম্পল একটা উত্তর, কারন তারা কেউ আমার ভালো চাইতো না, আর আমার সম্পর্কে তাদের ভ্রান্ত ধারনা ছিলো,
যাই হউক এখন তো তাদের কথাই সত্যি প্রমাণ হল,
আমি খারাপ ছেলে, কেনো না সবাই জানে আমি প্রকাশ্যে তামাক সেবন করি,
এখানে ও একটা শিক্ষার বিষয় আছে,
যে রাগে মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেয়!
তাছাড়া আমি ছিলাম তখন, অপ্রাপ্ত এক ছেলে
হিতাহিত জ্ঞান বলতে কিছুই ছিলোনা আমার
তাই ভুল সিদ্ধান্তটা সহজেই নিয়ে নিয়েছিলাম।


লেখক পরিচিতি : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
লেখকঃ- বাংলাদেশের ঢাকা বিভাগের, কিশোরগঞ্জ, জেলায় পাকুন্দীয়া, থানার হোসেন্দী গ্রামে ১৯৯৫ সালে জন্মগ্রহন করেছেন। ২০১১ সালে এস.এস.সি ও ২০১৫ সালে কৃষিতে ডিল্পোমা করেছেন। বর্তমানে একটি ব্যবসায়িক কাজে জড়িত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন