ঈশ্বরত্ব-দিব্যত্ব-বুদ্ধত্ব

লেখক : প্রভঞ্জন ঘোষ

মন্দিরের পীঠে হাত ছুঁয়ে দ্যাখো
ঈশ্বরত্ব আসে না-
যত না আসে
মানুষের মাথায় হাত ছোঁয়ালে।

মসজিদের বুকে হাত ছুঁয়ে দ্যাখো
দিব্যত্ব আসে না-
যত না আসে
মানুষের মাথায় হাত ছোঁয়ালে।

গীর্জার পীঠে হাত ছুঁয়ে দ্যাখো
বুদ্ধত্ব আসে না-
যত না আসে
মানুষের মাথায় হাত ছোঁয়ালে।

অট্টালিকার মাথায় হাত ছুঁয়ে দ্যাখো
মমত্ব আসে না-
যত না আসে
অনাথনিবাসে মন ছোঁয়ালে।

মিনারের গায়ে হাত ছুঁয়ে দ্যাখো
ঋদ্ধতা আসে না-
যত না আসে
মাটির ব্যাদানে হাত ছোঁয়ালে।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।