ছোটগল্পকার প্রফুল্ল রায়
লেখক : শৌনক ঠাকুর
“মানুষের জীবন তো আসলে একটা নদীর মতো, স্রোত থাকে, বাঁক থাকে, আবার কোথাও কোথাও অগভীরও হয়।” — প্রফুল্ল রায়ের প্রসঙ্গ এলেই এই বিখ্যাত লাইনটি মনে পড়ে যায়। তবে শুধু উপন্যাস নয়, গল্পকার হিসাবেও তিনি যথেষ্ট সফল। …