অক্ষয়কুমার দত্তের শিক্ষাদর্শন এবং উনিশ শতক
লেখক : প্রভাস মণ্ডল
(অক্ষয়কুমার দত্তের শিক্ষাদর্শন এবং উনিশ শতক : নির্বাচিত পাঠ্যপুস্তক অবলম্বনে)
এক
১৮২২ সালের কথা। আর্থিক দৈন্যতাবশত, ব্যয়বহনে অক্ষম হয়ে ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা এবং সংস্কৃত বিভাগ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেবছর। এই সংবাদে বর্ষীয়ান কেরীসাহেব বিরক্ত …