মৃণাল সেনকে শ্রদ্ধা জানানোর যোগ্য কি আমরা?
লেখক : অলভ্য ঘোষ
মৃণাল সেনকে নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব লেখালেখি হচ্ছে, সিনেমা হচ্ছে। মৃণাল সেন শতবর্ষ, সত্যজিৎ শতবর্ষ, তাঁদের নিয়ে সিনেমা। বাঙালি কবে ঘি দিয়ে ভাত খেয়েছিল, সেই হাতের গন্ধ এখনও শুঁকছে। নস্টালজিক হয়ে পড়ুন, খুব ভাল। মৃণাল …