আকাঙ্ক্ষার অনুভূতি ক্রমান্বয়ে বেড়ে যায়, যখন তোমায়
নিরিবিলে পাঠ করি, নিঃশব্দে, একান্ত মনে; স্বপ্নগাথা বুনি
বিপ্লবে-সংগ্রামে-যুদ্ধে। তোমার কবিতা-গানে, সুর মূর্চ্ছণায়;
জীবনের পরমার্থ, শৃঙ্খল মুক্তির জাগরূক বাণী শুনি।
মানবতার সংকটে অন্ধকার নেমে এলে, আলোর রেখার
মতোন তির্যক