হৃদয়রঙ্গম
লেখক : কপিলদেব সরকার
সমস্তরাত পোকায় কেটেছে হৃদয়
ঈশ্বর, সেই আপেলবাগান-মালি
তুমিও নাচার, কে আর বাজায় বলো
ড্রপসিন-পারে উন্মুখ হাততালি?
চোখ ফুটে কেন লজ্জাই দিলে তবে!
হৃদয়ের লাজ, শরমের আভরণে
এখন তো কেউ সাজে না, অস্তরাগে
ফাঁকা গ্রীনরুম, দর্শকাসন খালি।…