গুচ্ছ কবিতা
লেখক : সৌরভ দেববর্মণ
মোহ
ডিনারের প্লেটে আলগোছে পড়ে থাকো
লালা আর লালসার মাঝে তুমি সাঁকো
খাওয়া শেষে দাঁতকাঠি বাড়তি তাড়ায়
যেভাবে বসতি বাড়ে পাশের পাড়ায়
বাড়তি ফিরিয়ে টিপস্ খোঁজে ওয়েটার
মোহের শৈত্য কবে ঢাকে সোয়েটার!
বৈপরীত্য
কফিতে চুমুক দিয়ে …