কোনো এক সন্ধ্যা নামার পর
লেখক : মুহাম্মদ জে. এইচ (রপ্পি)
কোনো এক সন্ধ্যা নামার পর
তোমাকে নিয়ে,
ল্যাম্পপোষ্টের আলো ধরে
হেঁটে যাবো,
সেই ফুচকা মামার দোকানে।
তুমি আপ্লুত হয়ে যাবে,ফুচকা খেতে
অধীর আগ্রহে বসবে,আমার পাশে
ফুচকা মামার দোকানে,
সেই কাঙ্ক্ষিত,ফুচকা খেতে।
মুখে থাকবে তোমার,এক …

