জোড়া শব্দের গল্প
লেখক : বিপ্লব চন্দ্র দত্ত
নিভু আলো পিটপিট,
মেজাজখানা খিটখিট!
গাছে ওঠা তরতর,
কানে বাজে ফরফর!
নদীতটে ঝিরঝির,
চোখ কাঁপে তিরতির!
মেঘ ডাকে গুড়গুড়,
কাঁচ ভেঙে চুরচুর!
লোকের ভীড় গমগম,
ভয়েতে গা ছমছম!
বুক করে ধুকধুক,
বউটি লাল টুকটুক।
খুশির …