সিনেমা রিভিউ: ডানকার্ক

লেখক: রুবাই শুভজিৎ ঘোষ

  • সিনেমার নাম: ডানকার্ক
  • পরিচালনা: ক্রিস্টোফার নোলান
  • প্রযোজনা: ওয়ার্নার ব্রাদার্স পিকচারস, সিনকপি ইনক এবং অন্যান্য।
  • অভিনয়: ফিয়োন হোয়াইটহেড,টম গ্লিন-কারনে এবং অন্যান্য সাবলীল শিল্পীরা।
  • সময়: ১ ঘণ্টা ৪৬ মিনিট

ক্রিস্টোফার নোলান। সমকালীন সিনেমার সাথে একটা নাম মিশে গেছে আমাদের মনে। মাত্র কয়েকটা হাতে গোনা সিনেমা, কিন্তু তাই দিয়েই তিনি দাগ কেটেছেন আমাদের মনে। প্রতিটা সিনেমার গল্পই আগে বহুবার বলা হয়েছে , কিন্তু নোলানের সিনেমা দেখার পর আমরা শুধু তাঁরটাই মনে রেখেছি, অন্তত আমার ক্ষেত্রে তো তাই। বলুন তো নোলানের ইনসমনিয়া  আসল সিনেমা দ্বারা অনুপ্রাণিত তার কথা কে মনে রেখেছে, বা কজন মনে রেখেছে টিম বার্টনের ব্যাটম্যান আর জোকার! যেখানে সায়েন্স ফিকশান এখন হলিউডে ডাল ভাত হয়ে গেছে, কথায় কথায় ভিনগ্রহীরা চলে আসে এখন, সেখানে নোলান আমাদের দিলেন ইন্টারস্টেলার। নোলানের সম্বন্ধে এগুলো একারণেই বলা, কারণ এবার সিনেমাটার গল্পের অনন্যতায় আসব আমরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি প্রেক্ষাপটে বানানো গল্প এটি। সাধারণত যুদ্ধের গল্পে থাকে বিজয়ের কাহিনী, বিজয়ীর যুদ্ধে জয়লাভের কাহিনী। কিন্তু এ যুদ্ধ সে যুদ্ধ নয়। জল স্থল আকাশ পথে বন্দী হয়ে যাওয়া মিত্র পক্ষের সৈন্যদের উদ্ধারকার্য নিয়ে গল্প। বন্দীদের মুক্তির গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন কয়েক লাখ মিত্রশক্তির সেনা জার্মান বাহিনী দ্বারা আটকা পড়েছিল একটি দ্বীপে, এই সিনেমা সেই কাহিনী। তাদের মুক্ত করানোর মধ্যেই যে জয়, এই সিনেমা সেই কাহিনী বলে। যুদ্ধের ভয়াবহতা, সৈন্যদের মধ্যেও যে লুকিয়ে আছে প্রাণের ভয়, এই সিনেমা সেই গল্প বলে। আর এখানেই নোলান অন্যদের থেকে আলাদা হয়ে পড়ে। আইম্যাক্স এ শুট করা এই সিনেমার শুরুর দৃশ্যেই যখন একজন সৈন্য শত্রুর গুলি থেকে নিজের প্রাণ বাঁচাতে ছুটে আসে, তখন আমরা মিশে যাই তার সাথে। আর যদি এটা দেখা যায় আইম্যাক্স স্ক্রিনে, তাহলে তো আর কোনো কথাই নেই। এই দুঘন্টার মধ্যে মন আপনাকে অন্য একটা জগতে নিয়ে যেতে বাধ্য করবেই। আপনাকে চিন্তাতে ফেলবেই। এই সিনেমাটা চোখের অনুভূতির জন্য। আর সেই অনুভূতি পাওয়া যাবে একমাত্র আইম্যাক্সে।

তবে এই অনুভূতির জন্য শুধু নোলান একা দায়ী নয় । যার মিউজিক ছাড়া এটা সম্ভব হত না, তিনি হলেন হ্যান্স জিমার। নোলানের প্রায় সব সিনেমাতেই আমরা শুনেছি তাঁরই মিউজিক। সিনেমাটা তাই এদের দুজনের। সিনেমাটার সাথে একাত্ম হওয়ার জন্য আর যেটা সবচেয়ে বেশি সাহায্য করেছে, সেটা হল এডিটিং এর সময় সিনেমার রং। সেই রঙ যেন নিয়ে যাচ্ছে অতীতে, সেই রঙে আছে ব্যাপ্তি। যে ব্যাপ্তি পুরো সিনেমা জুড়ে। অবশ্য এই ব্যাপ্তিটা অনুভব করার জন্য আইম্যাক্সে এটা দেখতে হবে।


লেখকের কথা: রুবাই শুভজিৎ ঘোষ
লেখকের জন্ম পশ্চিমবাংলায়। পেশায় একটি বহুজাতিক সংস্থার তথ্যপ্রযুক্তিবিদ। লেখা তাঁর নেশা। বাঙালির জনপ্রিয় ওয়েবসাইট সববাংলায় এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। কবিতা থেকে শুরু করে গল্প, প্রবন্ধ, উপন্যাস, চিত্রনাট্য সবকিছুই লিখতে ভালবাসেন। লিটিল ম্যাগাজিন থেকে শুরু করে বাণিজ্যিক বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখেছেন। দৃষ্টি, বালিঘড়ি এবং স্মরণে রবি এই কবিতার সংকলনগুলিতে রয়েছে তাঁর কবিতা । এছাড়া তথ্যচিত্র বা শর্ট ফিল্ম পরিচালনা করেন তিনি। ধর্ম এবং বিজ্ঞান তাঁর প্রিয় বিষয়। ঘুরতে খুবই ভালবাসেন। অন্যান্য শখের মধ্যে রয়েছে স্কেচ, ফটোগ্রাফি, ছবি ডিজাইন করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন