সম্পর্ক : ঝড়ের সাথে মানুষের

লেখক: অয়ন মৈত্র

প্রকৃতির সাথে মানুষের লড়াইতে যেদিন থেকে মানুষ জিততে শুরু করল সেদিন থেকে মানুষের অহং বোধ টার মাত্রা ধীরে ধীরে কাঁটা জালের বেড়া টপকানো শুরু করে দিল। পৃথিবী জুড়ে এখন যখন শীত নামে মানুষ বরফ স্নানের সাহস দেখায়। গ্রীষ্মের দুপুর গুলোয় যখন ছোটনাগপুর মালভূমি জুড়ে আগুন স্রোত নামে, কলকাতায় তখন মাথার ঘাম বাইপাস করে ঠোঁট ভিজিয়ে দেয়। পাখা আবিষ্কারের সেই মুহূর্তগুলো আজ যেন সভ্যতার সেই আদিম যুগ লাগে, যখন মানুষের প্রকৃতিকে তার পায়ের কাছে আনত করবার নিরন্তর চেষ্টা  বার বার ব্যর্থ হয়ে যায়। সূর্যের অকথ্য অত্যাচারের অভিমুখে এ.সি আধুনিক মানুষের সেই নীরব প্রতিবাদ, যা সূর্যের একনায়কতন্ত্রের মাঝে এক অব্যক্ত প্রশান্তির গণতন্ত্র আনে। প্রবল গরমে এ.সি মানুষকে সেই অনির্বচনীয় স্বাদ আস্বাদনের অভ্যাস করায়, যে স্বাদ গ্রহণে অমৃত ঘ্রাণ নাকে আসে, যে ঘ্রাণ গ্রহণেই প্রকৃত আনন্দ, কিন্তু আস্বাদনে মনে শূন্যতা জাগে।এ.সি স্রেফ বাতানুকূল যন্ত্র নয়, এ.সি আসলে মানুষের জীবনে স্বপ্ন ফেরিওয়ালা।
কিন্তু গুমোট বিকেলে হঠাৎ আসা একটা ঠান্ডা এলোমেলো হাওয়া যে প্রত্যাশা জাগায় বুকে, তেমন প্রত্যাশা জাগে বুকে জন্মদিনে পাওয়া উপহারের মোড়ক খোলবার সময়, তেমন প্রত্যাশা জন্ম নেয় শেষ ট্রেনের প্ল্যাটফর্মে প্রবেশ দেখবার সময়, তেমন প্রত্যাশা জন্ম নেয় মেসিকে বল নিয়ে এগিয়ে যেতে দেখে। আকাশ কালো করে এরপর যে ঠান্ডা স্রোত টা আঁচড়ানো চুল ঘেঁটে দেবে, সে আসলে প্রকৃতি আর মানুষের ক্ষমতার মধ্যে তুলনা করার অনুপাত টাই ঘেঁটে দেবে।একটা দেড় টনের এ.সি কিংবা পাঁচটা পাখা মিলে যে আধিপত্য বিস্তার করতে পারেনা,তা পাঁচ মিনিটের একটা হঠাৎ আসা ঝড় অনায়াসে করে ফেলে।এই ঝড় অনেকটা সেই শিক্ষকের মত, যার বোঝানোর ধরনে ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটাও বশ মেনে যায়, এই ঝড়ের মোহিনী ক্ষমতা অনেকটা সেই গায়কের মতো, যার কণ্ঠস্বরের প্রথম আলাপেই জনতা উন্মত্ত হয়ে যায়।মানুষকে আবার প্রকৃতিমুখী করে তুলতে একটা ঝড় ই যথেষ্ট।এ অনেকটা সেই মায়ের মত, যিনি সন্তানকে বকেন।আবার অভিমানী মেয়ের রাগ ভাঙাতে দিনের শেষে তাকেই যেতে হয়। সূর্য যদি পরিশ্রম হয়, ঝড় তবে পাশ বালিশ জড়িয়ে ঘুম।এটাতো ঠিকই সারা দিনের পরিশ্রমের শেষে মানুষ কত রোজগার করল, কত ক্ষতি হল, এসব যোগ বিয়োগের পর একটা ঘুম আশা করে।
পাখা হল অনুশীলন, এ.সি অধ্যবসায়, আর ঝড় সহজাত প্রতিভা। প্রতিভা চিরকালই অগোছালো বেহিসেবি হয়,কিন্তু এই অবিন্যস্ততার মধ্যেও একটা প্যাটার্ন থাকে যা একটা মুহূর্ত তৈরী করে যেখান থেকে কবিতারা জন্ম নেয়। যেখান থেকে একটা শ্রদ্ধা তৈরী হয় প্রকৃতির অমিত ক্ষমতার প্রতি। ঝড় অনেকটা প্রথম প্রেমের মত। একরোখা,অবাধ্য।এ.সি কবেই বা আর এত অবাধ্য হওয়ার সুযোগ দেয় মানুষকে, যতটা দেয় ঝড়, একটা ছোট্ট কেবল্ তার ছিঁড়ে দিয়ে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন