কবি: বিগ্রহ হাজরা
‘স্বাধীনতা’ ইভেন্টে প্রথম পুরষ্কার প্রাপ্ত কবিতা
সময় খাতায় মিটল দেনা, অল্প কিছু বাকি –
স্বাধীনতা আনব বলে, রক্ত পুষে রাখি!
বাঁচার খিদে, অভুক্ত দেশ..
শিরায় শিরায় অনুপ্রবেশ –
চোখের বদলে চোখ চলে যায়, অন্ধ হয়ে থাকি।
স্বাধীনতার স্বপ্ন বুনে, রক্ত পুষে রাখি!
বুক মাড়িয়ে মিছিল চলে, এক’পা দু’পা মৃত্যু যায় –
কলজে-তে যার “ভারত” লেখা, মরতে জানে নির্দ্ধিধায়!
মহাধমনীর মহোৎসবে,
নিভল আগুন, তৃপ্ত শবের-
যাদের পায়ের ছাপ মেলেনি, ধুলোয় মাখামাখি;
তাদের স্বাধীন করব বলেই, রক্ত পুষে রাখি!
দাহ্যে ভরা মৌন মিছিল, নগ্ন বারুদ বোমা –
হৃদয় জুড়ে কান্না লেখা, মেরুদণ্ডে কোমা!
অভিশপ্ত দিন দুপুরে,
নিজের মায়ের কবর খুঁড়ে,
ধরার বুকে গুলির আওয়াজ, শুনতে পেলে নাকি?
তাদের জবাব দেব বলেই, রক্ত পুষে রাখি!
আগুন নিয়ে খেলতে গেলে, পুড়তে শেখো আগে-
স্বাধীন জমির দখল নিতে, রক্ত অনেক লাগে!
মেঘমল্লার, ইমন শুনে..
জনান্তিকে প্রহর গুনে,
মায়ের কোলে ঘুমিয়ে যারা, কোরো না ডাকাডাকি –
তাদের লেখা ইনকিলাবে, রক্ত পুষে রাখি!
রামের দোসর আল্লাতালাহ, গোরস্থানে দাহ-
ভোরের আজান মন্দিরেতে, অভিন্নতার বাহক…
মহম্মদের শিরদাঁড়াতে,
হিন্দুত্বের আস্কারাতে-
বিভেদ ভুলে, বাঁধন খুলে, ভাই এর মত থাকি-
নতুন রবির কিরণ মেখে, রাত্রি পুষে রাখি!
স্বাধীনতা আনব বলে, রক্ত পুষে রাখি॥
ছবি: কুন্তল
লেখকের কথা: বিগ্রহ হাজরা
আমি বিগ্রহ, তবে মন্দিরের নয়, বাস্তবের, রক্ত-মাংসের। পেশায় নয়, আমি নেশায় কবি। মানুষের যেমন খিদে পায়, তৃষ্ণা পায়, তেমনই আমার কবিতা পায়.. আর এই পথ ধরেই লেখালেখির সূত্রপাত বলা চলে। “লেখালিখি সব-বাংলায়”-এর এহেন ঐকান্তিক প্রচেষ্টায় নিজেকে সামিল করার সাহস না দেখালেই হতো, কিন্তু “কবিতা” শীর্ষক ইভেন্টের বিষয়ে অত্যাকৃষ্ট হয়েই এই ছোট্ট ভুল করে ফেলেছি। সবার গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম!
স্বাধীনতা দিবসের দিনে বাংলার যুবশক্তি ও দেশপ্রেমের যে ধ্বজা তুমি ওড়ালে বন্ধু তা
শুধু প্রশংসার বন্ধনে আটকে রাখতে পারলামনা ।❤️❤️❤️
– শুভেন্দু
খুব সুন্দর লিখেছিস। লিখে যা। আমরা সবসময় পাশে আছি।❤
খুব সুন্দর লিখেছিস ভাই।
Beautifully penned…….keep it up….nurture the talent…..all the best…
খুব ভালো লাগলো কবিতাটা। বলিষ্ঠ লেখা। আন্তরিক শুভেচ্ছা বিগ্রহকে।
খুব সুন্দর লিখেছিস ভাই।।
খুব সুন্দর
অনবদ্য৷
Vlo hyeche vai
খুব ভালো লাগলো কবিতাটি। বাস্তব এবং মর্মস্পর্শী।
অসাধারণ লেখা হয়েছে। এইরকম আরও ভালো ভালো লেখা পড়ার আশায় রইলাম
খুব সুন্দর।।
অসাধারণ। লিখে যা ভাই।❤️
এইভাবেই লিখে যাও… অনেক শুভকামনা রইল ❤️❤️
অসাধারণ অভিব্যক্তি…! এগিয়ে চল…আরও লেখা চাই এরকম!
অপূর্ব মননশীলতা ও বলিষ্ঠ লেখনীর খুব সুন্দর সমন্বয় হয়েছে আপনার লেখায়। ভবিষ্যতে আপনার কলম থেকে এরকম আরো সুন্দর লেখা আমাদের ঋদ্ধ করবে এই আশা রাখি।
আজকের দিনটার সাথে খুবই প্রাসঙ্গিক। ভালো লাগলো ।ভবিষ্যতে এই রকম আরো লেখা তোর থেকে চাই। ভাই
” স্বাধীনতা আনব বলে , রক্ত পুষে রাখি ” 🔥
বেশ প্রাসঙ্গিক।
Mind blowing…..best wishes for you…go ahead.👍
খুব ভালো লেখা….. সুন্দর করে ভাবতে জানো। এগিয়ে যাও… আরো লেখো।
বাহ, খুব সুন্দর লিখেছিস। ‘ আগুন নিয়ে খেলতে গেলে পুড়তে শেখো আগে’ – অপূর্ব। মন ছুঁয়ে গেল। এরকম আরও অনেক কবিতা তোর হাত দিয়ে বের হোক❤❤
Soumen Dey
অসাধারণ। লিখে যা ভাই।❤️
Ek kathay darun lekha ta…Tumi amader garba..bohumukhi pratibha….tomake anek egote dekhte chai..
অজ্ঞাতনামা = সৌমেন দে
খুব সুন্দর লিখেছিস।।
স্বাধীন জমির দখল নিতে, রক্ত অনেক লাগে!🔥🔥
দারুণ লিখেছেন। বাস্তব অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ লেখা। আশা করি আপনার লেখার বিষয়বস্তু এবং উদ্দেশ্য আপনার চারপাশের লোকজনকে বোঝাতে পারবেন। বিশ্বে এই চরম সংকটের সময় কবি, গায়ক, লেখক, শিল্পী এঁদের আরো বেশি করে আমাদের প্রয়োজন, যাঁরা নিজেদের উন্নত মানবতাবাদী আদর্শের কথা জনমানসে ছড়িয়ে দিতে পারবেন, বিপ্লবের অগ্নিশিখা প্রজ্জ্বলিত করতে পারবেন, মানুষকে ইন্সপায়ার করবেন। সমাজ সংস্কারের ক্ষেত্রে আপনাদের মতো মানুষের দরকার। আপনার লেখনী আরও বলিষ্ঠ হোক। শুভেচ্ছা রইলো।
আমার দেখা আজাকের শ্রেষ্ঠ উপস্থাপনা । বুকে আদিম ঝড় তুললেন কমরেড। 💓
অপূর্ব লেখনী। আশায় রইলাম আরও অনেক নতুন নতুন লেখা পাব তোমার কাছ থেকে। 😊
Osadharon hoyeche Bhai…Just speechless…Erokom aro lekha porar opekkha roilo
Bhalo laglo bhai khub…likhte thak aro ❤
স্বাধীনতা আনতেই হবে, রক্ত পুষে রাখ – অসাধারণ লাগলো।
দেশপ্রেম আর ধর্মীয় সম্প্রীতির সুন্দর মেলবন্ধন।
কবিতাটা অসাধারণ হয়েছে। কিছু লাইন মনে শিহরণ জাগিয়ে তুলছে। চালিয়ে যাও বেটা। 👍👍
খুব সুন্দর লিখেছ কবিতাটি।
ধন্যবাদ।
খুব সুন্দর লেখার বাঁধন , ভালো লাগলো পড়ে।
অসাধারণ হয়েছে ভাই…
অত্যন্ত সুন্দর লিখেছিস ভাই… খুব ভালো লাগলো পড়ে
Multi talented… Khub valo hoeche.
I am speechless buddy. You are incredible. 🖤
অসাধারণ লেখা হয়েছে। এইরকম আরও ভালো ভালো লেখা পড়ার আশায় রইলাম
Osadharon bhaai..tor lekha ankar fan ami bohudiner! Keep up the good work!
খুব সুন্দর লিখেছিস। ট্যালেন্টেড মানুষ তুই। এইভাবেই আরো সুন্দর কাজ করে যা। God bless you
khub bhalo. lekha ta darun hoyeche .
অসাধারণ লিখেছিস ভাই। এই প্রচেষ্টা চালিয়ে যাস। কখনো থামিস না। ✨
Khub valo hoyeche lekha ta ❤
অসাধারণ লিখেছো বিগ্রহ, আরো এরকম লেখা পাবার অপেক্ষায় রইলাম