রক্তে লেখা স্বাধীনতা

কবি: বিগ্রহ হাজরা

‘স্বাধীনতা’ ইভেন্টে প্রথম পুরষ্কার প্রাপ্ত কবিতা

সময় খাতায় মিটল দেনা, অল্প কিছু বাকি –
স্বাধীনতা আনব বলে, রক্ত পুষে রাখি!           
           বাঁচার খিদে, অভুক্ত দেশ..            
           শিরায় শিরায় অনুপ্রবেশ –
চোখের বদলে চোখ চলে যায়, অন্ধ হয়ে থাকি। 
স্বাধীনতার স্বপ্ন বুনে, রক্ত পুষে রাখি!

বুক মাড়িয়ে মিছিল চলে, এক’পা দু’পা মৃত্যু যায় –
কলজে-তে যার “ভারত” লেখা, মরতে জানে নির্দ্ধিধায়!                  
           মহাধমনীর মহোৎসবে,               
           নিভল আগুন, তৃপ্ত শবের-
যাদের পায়ের ছাপ মেলেনি, ধুলোয় মাখামাখি;
তাদের স্বাধীন করব বলেই, রক্ত পুষে রাখি! 

দাহ্যে ভরা মৌন মিছিল, নগ্ন বারুদ বোমা – 
হৃদয় জুড়ে কান্না লেখা, মেরুদণ্ডে কোমা!                  
           অভিশপ্ত দিন দুপুরে,              
           নিজের মায়ের কবর খুঁড়ে, 
ধরার বুকে গুলির আওয়াজ, শুনতে পেলে নাকি?    
তাদের জবাব দেব বলেই, রক্ত পুষে রাখি! 

আগুন নিয়ে খেলতে গেলে, পুড়তে শেখো আগে-
স্বাধীন জমির দখল নিতে, রক্ত অনেক লাগে!              
           মেঘমল্লার, ইমন শুনে..              
           জনান্তিকে প্রহর গুনে, 
মায়ের কোলে ঘুমিয়ে যারা, কোরো না ডাকাডাকি –    
তাদের লেখা ইনকিলাবে, রক্ত পুষে রাখি! 

রামের দোসর আল্লাতালাহ, গোরস্থানে দাহ-
ভোরের আজান মন্দিরেতে, অভিন্নতার বাহক…              
           মহম্মদের শিরদাঁড়াতে,                
           হিন্দুত্বের আস্কারাতে-
বিভেদ ভুলে, বাঁধন খুলে, ভাই এর মত থাকি- 
নতুন রবির কিরণ মেখে, রাত্রি পুষে রাখি!

স্বাধীনতা আনব বলে, রক্ত পুষে রাখি॥


ছবি: কুন্তল


লেখকের কথা: বিগ্রহ হাজরা
আমি বিগ্রহ, তবে মন্দিরের নয়, বাস্তবের, রক্ত-মাংসের। পেশায় নয়, আমি নেশায় কবি। মানুষের যেমন খিদে পায়, তৃষ্ণা পায়, তেমনই আমার কবিতা পায়.. আর এই পথ ধরেই লেখালেখির সূত্রপাত বলা চলে। “লেখালিখি সব-বাংলায়”-এর এহেন ঐকান্তিক প্রচেষ্টায় নিজেকে সামিল করার সাহস না দেখালেই হতো, কিন্তু “কবিতা” শীর্ষক ইভেন্টের বিষয়ে অত্যাকৃষ্ট হয়েই এই ছোট্ট ভুল করে ফেলেছি। সবার গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম! 

46 Comments

  1. Subhendu Nath

    স্বাধীনতা দিবসের দিনে বাংলার যুবশক্তি ও দেশপ্রেমের যে ধ্বজা তুমি ওড়ালে বন্ধু তা
    শুধু প্রশংসার বন্ধনে আটকে রাখতে পারলামনা ।❤️❤️❤️
    – শুভেন্দু

    • Sohamkarmakar

      অপূর্ব মননশীলতা ও বলিষ্ঠ লেখনীর খুব সুন্দর সমন্বয় হয়েছে আপনার লেখায়। ভবিষ্যতে আপনার কলম থেকে এরকম আরো সুন্দর লেখা আমাদের ঋদ্ধ করবে এই আশা রাখি।

    • অভিষেক

      আজকের দিনটার সাথে খুবই প্রাসঙ্গিক। ভালো লাগলো ।ভবিষ্যতে এই রকম আরো লেখা তোর থেকে চাই। ভাই
      ” স্বাধীনতা আনব বলে , রক্ত পুষে রাখি ” 🔥

  2. অজ্ঞাতনামা কেউ একজন

    দারুণ লিখেছেন। বাস্তব অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ লেখা। আশা করি আপনার লেখার বিষয়বস্তু এবং উদ্দেশ্য আপনার চারপাশের লোকজনকে বোঝাতে পারবেন। বিশ্বে এই চরম সংকটের সময় কবি, গায়ক, লেখক, শিল্পী এঁদের আরো বেশি করে আমাদের প্রয়োজন, যাঁরা নিজেদের উন্নত মানবতাবাদী আদর্শের কথা জনমানসে ছড়িয়ে দিতে পারবেন, বিপ্লবের অগ্নিশিখা প্রজ্জ্বলিত করতে পারবেন, মানুষকে ইন্সপায়ার করবেন। সমাজ সংস্কারের ক্ষেত্রে আপনাদের মতো মানুষের দরকার। আপনার লেখনী আরও বলিষ্ঠ হোক। শুভেচ্ছা রইলো।

  3. Suman Natta

    স্বাধীনতা আনতেই হবে, রক্ত পুষে রাখ – অসাধারণ লাগলো।
    দেশপ্রেম আর ধর্মীয় সম্প্রীতির সুন্দর মেলবন্ধন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum