কবি: চিরঞ্জিৎ সাহা
আবেগ ঘনায় প্রেমের সে দ্বীপ, চা পাতার এক সবুজ দেশ,
বিহুর সুরে, ভরুই ওড়ে, দিগন্তে নীল খুশির রেশ।
সোনালি ক্ষেতে রোদের আদর, মেঘডানাতে মাজুলি চর;
ভূপেনজি আর কালিকাপ্রসাদ, লোকসুরের এক আঁতুড়ঘর।
পোস্টবাক্সে সজোর আঘাত, রাজার এল আজ আদেশ —
“ছাড়তে হবে ভিটেমাটি, খোল রে তোদের ছদ্মবেশ!”
ছোট্ট শিশু বোঝে না বর্ডার, মিড-ডে মিলেই দিন চলে,
আধস্বরে, প্রাণের জোরে, ‘বন্দেমাতরম’ বলে।
এক কুঠুরির বদ্ধ যে দেশ, রোজ সেখানে বাড়ছে ভিড়;
বাংলা-নেপাল এক হয়ে যায়, তুলসীতলায় ধর্মপীর।
উড়বে ভোরে তেরঙা হাজার, বয়স মায়ের তিয়াত্তর,
রিফিউজি ক্যাম্প, নেই অধিকার, কাল ঠিকানা তেপান্তর॥
ছবি: কুন্তল
লেখকের কথা: চিরঞ্জিৎ সাহা
লেখক নিজে উদ্ভিদবিদ্যার ছাত্র হলেও সাহিত্যেই বেঁচে থাকার অক্সিজেন পান তিনি। তার কলম সর্বদা মানুষের গল্প লেখে। খাদ্যরসিক এই ভদ্রলোক লুচি খাওয়ার রেসে পাল্লা দিতে পারেন জটায়ুকেও। প্রিয় কবি শ্রীজাত। প্রিয় লেখক স্মরণজিৎ চক্রবর্তী। প্রিয় ফুল জুঁই আর প্রিয় রং কালো ।
💙💙
খুব সুন্দর
Darun
খুব ভালো
ভালো হয়েছে
Khub sundor hyeche…
অনেকদিন পরে পড়লাম। আমার প্রিয় লেখকদের মধ্যে একজন তুমি
Khub sundar
দারুন লেখা। ছন্দ টা দারুন বেঁধেছিস।♥️♥️
Darun..
বেশ ভালো
খুব খুব সুন্দর
ভালো…….চালিয়ে যা এই ভাবে
অসাধারণ লেখা 👌❤️
সুন্দর.. ❤️
দারুন চিরু,,বেস্ট অফ লাক ফর the next one
সুন্দর ভাই
Darun❤️
Anobadhyo❤️
অসাধারণ ❤️
সবসময়েই খুবই পছন্দের আর এবারেও।❤️
Khub sundar
সুন্দর.. ❤️
অনবদ্য কবি।❤️🙏
অনবদ্য কবি….❤️🙏
খুব সুন্দর।
অসাধারণ ❤️🔥
খুব সুন্দর
Khubvlo
Dada darun hya6a
Valo..
অসাধারণ বন্ধু,,,,,,,,
Darun … ♥️
Darun lekha Vai👌👌
Khub vlo
Osadharon sundor
Khub valo
Baahh….darun laglo…
অসাধারণ ❤️
অসাধারণ
Darun hoe6e….Mon 6uye gelo….❤️❤️
Darun ❤️❤️❤️
Darun hoyeche
Nice
দারুন
দারুন ♥️
Bes bhalo
Bah 👌👌