রিফিউজি

কবি:  চিরঞ্জিৎ সাহা

আবেগ ঘনায় প্রেমের সে দ্বীপ, চা পাতার এক সবুজ দেশ,
বিহুর সুরে, ভরুই ওড়ে, দিগন্তে নীল খুশির রেশ।
সোনালি ক্ষেতে রোদের আদর, মেঘডানাতে মাজুলি চর;
ভূপেনজি আর কালিকাপ্রসাদ, লোকসুরের এক আঁতুড়ঘর।

পোস্টবাক্সে সজোর আঘাত, রাজার এল আজ আদেশ —
“ছাড়তে হবে ভিটেমাটি, খোল রে তোদের ছদ্মবেশ!”
ছোট্ট শিশু বোঝে না বর্ডার, মিড-ডে মিলেই দিন চলে,
আধস্বরে, প্রাণের জোরে, ‘বন্দেমাতরম’ বলে।

এক কুঠুরির বদ্ধ যে দেশ, রোজ সেখানে বাড়ছে ভিড়;
বাংলা-নেপাল এক হয়ে যায়, তুলসীতলায় ধর্মপীর।
উড়বে ভোরে তেরঙা হাজার, বয়স মায়ের তিয়াত্তর,
রিফিউজি ক্যাম্প, নেই অধিকার, কাল ঠিকানা তেপান্তর॥


ছবি: কুন্তল


লেখকের কথা: চিরঞ্জিৎ সাহা
লেখক নিজে উদ্ভিদবিদ্যার ছাত্র হলেও সাহিত্যেই বেঁচে থাকার অক্সিজেন পান তিনি। তার কলম সর্বদা মানুষের গল্প লেখে। খাদ্যরসিক এই ভদ্রলোক লুচি খাওয়ার রেসে পাল্লা দিতে পারেন জটায়ুকেও। প্রিয় কবি শ্রীজাত। প্রিয় লেখক স্মরণজিৎ চক্রবর্তী। প্রিয় ফুল জুঁই আর প্রিয় রং কালো ।

48 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।