হায়, স্বাধীনতা

কবি: দিবাকর মণ্ডল

অঘ্রাণের ঘ্রাণ নেই।
মানুষ পশুর চেয়ে আরো ঢের হিংস্র,
আদিমতার চেয়েও নগ্ন।
গাঁ-গুলি উজাড় হ’ল
প্রেতযোনি ভর করা রাজনীতির যাঁতাকলে।
কলিরামের ঢোলে ‘ডুম্’…
বুক কাঁপলো চা বাগিচায়,
হকারের স্বপ্ন আর কৃষকের বাসনা
চাপা পড়ে গেল কংক্রিটের দেওয়ালে।
অপুও হারিয়ে গেল মুখোশের অন্তরালে।
হায় স্বাধীনতা!


ছবি: কুন্তল


লেখকের কথা: দিবাকর মণ্ডল
লেখকের জন্ম ১৯৬২ সালে বাঁকুড়া জেলায়। পেশায় শিক্ষক হলেও নেশায় সাহিত্য চর্চা। মূলত তিনি লিটল ম‍্যাগেই বেশি লেখালেখি করেন। বিভিন্ন লিটল ম‍্যাগেই তাঁর অসংখ্য কবিতা, ছড়া, গল্প বেরিয়েছে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ: এখন সময়।
তাছাড়া যৌথ কাব্যগ্রন্থ “ছন্দের জয়ন্তী মল্লার”- এ তাঁর বেশ কয়েকটি কবিতা আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন