স্বাধীনতায় আমি

কবি: দীপঙ্কর বেরা

যে ছেলেটি কাগজ কুড়ায়
কিংবা হোটেলে বাসন মাজে
যে মেয়েটি রোজ ঘুঁটে দেয়
কিংবা পরের বাড়ি যায় কাজে
তাদের খাওয়ার স্বাধীনতায় আমি কী করেছি?
কিছু না, শুধু সমালোচনা আর হা হুতাশ ছেড়েছি।

যে লোকটা বন্ধ কারখানার সামনে
কিংবা রিক্সা টেনে মদ খায় পায় না খেতে
যে মহিলা বার বার ধর্ষিতা হয়
কিংবা বেঁচে থাকে কষ্টের সংসার পেতে,
তাদের জীবন স্বাধীনতায় আমি কী করেছি?
কিছু না, শুধু বুলি আওড়ে অন্যকে দোষ দিয়েছি।

যাদের জোটে না দুবেলা খাবার
কিংবা সহ্য করে লাথি ঝাঁটার অত্যাচার
যারা অন্ন যোগায় বস্ত্র বানায়
কিংবা দেশ নির্মাণে হাতুড়ি চালায় দুর্নিবার
তাদের শান্তি স্বাধীনতায় আমি কী করেছি?
কিছু না, শুধু ভোগ দখলে নিজেকে নিয়ে মেতেছি।

যারা দালালি করে দেশকে খায়
কিংবা দাঙ্গায় পাঠিয়ে পাহারায় ঘুমায়
যারা জমা করে আজও জমিদার
লুট করে কথা বেচে মঞ্চে উঠে দাঁড়ায়,
তাদের বিরুদ্ধ স্বাধীনতায় আমি কী করেছি?
কিছু না, শুধু বাবু তোষণে নিজের ফায়দা চেয়েছি।

তাহলে আর পাইনি স্বাধীনতা বলে কেন কর আক্ষেপ
পারলে এখুনি উঠে দাঁড়াও। ও ভাই, করো না কালক্ষেপ।
তবেই হবে সর্বোত্তম স্বাধীনতা উদযাপন
আমার দেশ আবার জগৎ সভায় গড়বে শ্রেষ্ঠ আসন।


ছবি: কুন্তল


লেখকের কথা: দীপঙ্কর বেরা
বাংলা ভাষা ভালোবেসে লেখালিখি করি। বর্তমানে হাওড়াতে বসবাস করি। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত। 

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন