স্বাধীনতা কথাটির মানে

কবি: গোবিন্দ মোদক

“স্বাধীনতা” মানে বানান করে লেখা কোন শব্দ নয়
নয় কাগজ বা কাপড়ের পতাকা
কিংবা কিছু ফুল, ধূপ, ধুনো, আবির বা মিষ্টিমুখ
কিংবা মুঠোবদ্ধ হাত শূন্যে ছুঁড়ে সমবেত স্লোগান
কিংবা ধোপদুরন্ত সফেদ পোশাক পরে
মাইকের সামনে দাঁড়িয়ে দেওয়া গরমাগরম বক্তৃতা।

তবুও আমরা স্বাধীনতার মানে খুঁজি 
চায়ের দোকানের বেঞ্চিতে বসে, সেলুনের জটলায়,
খবরের কাগজের পাতায়, টিভির ধারাভাষ্যে,
বেতারের সম্প্রচারে এবং-অথবা সমবেত আড্ডায়। 
হায় রে স্বাধীনতা ! তোমাকেও এখন পোস্টমর্টেম করে দেখা হয়
দেখা হয় কতগুলো শহীদের       
       কতোখানি রক্তে ভেজা সেই দ্রোহকাল!
তোমাকেও বিশ্লেষণ করা হয় চিরে চিরে!

অথচ চায়ের দোকানের কিশোর ‘বয়’টা,
হোটেলের-ইঁটভাটার-কারখানার- গ্যারেজের
কিংবা কয়লার ডিপোর শিশু শ্রমিকগুলো,
কিংবা আমার আপনার বাড়ির
                          কিশোরী কাজের মেয়েটি 
এতোশত জানে না!

তবু একটা শীর্ণ কিশোর ছেলে
ভোরবেলা বাড়ি বাড়ি পৌঁছে দেয়
তাজা খবরের কাগজ;
যাতে বড় বড় হরফে লেখা থাকে
স্বাধীনতার শব্দগুলি,
আর বাড়ি ফেরবার পথে কিশোরটির নজরে পড়ে
স্বাধীন দেশের রাজপথ দিয়ে
কুচকাওয়াজ করে চলেছে
           সুবেশ-সুবেশা ছাত্র-ছাত্রীর দল;
অথচ রাস্তার অপর দিকের ডাস্টবিনে
খাবার খুঁটে খাচ্ছে
কতকগুলো উলঙ্গ, আধা-উলঙ্গ মানবসন্তান!
হায় স্বাধীনতা! হায় স্বাদ-হীনতা!!


ছবি: কুন্তল


লেখকের কথা: গোবিন্দ মোদক
জন্ম:- 05-01-1967
শিক্ষাগত যোগ্যতা:- M.Com(C.U.)।
পেশা:- প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে ডাক বিভাগের কর্মচারী।
বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। কবিতা, গল্প, প্রবন্ধ, রম্যরচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া। অপছন্দের বিষয়:- যে কোনও ধরনের রাজনীতি।

প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া, ছন্দ ভরা আমার ছড়া, রূপকথার রূপ-কথা, ভয়ঙ্কর প্রতিশোধ, গুপ্তধনের সন্ধানে, জীবনের রোদ-রং ইত্যাদি।

One comment

  1. অজ্ঞাতনামা কেউ একজন

    কবিতাটি পড়ে মুগ্ধ হলাম । স্বাধীনতা এখন কেবলই একটি শব্দ মাত্র । এমন স্বাধীনতা আমরা কেউই চাইনি। সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum