আমার স্বাধীনতা

কবি: জয়শ্রী দাস

আমার স্বাধীনতার রং নীল।
আমার স্বাধীনতা সামাজিক-পচনের ঝুলকালি সাফা মন্বন্তরের অন্তরে।
আমার স্বাধীনতা পাইলট হওয়ার প্রস্তুতি নেয়।
আমার স্বাধীনতা স্বামীর আগে ভাত খায়।
আমার স্বাধীনতা নষ্ট আঁধারে সুখের স্বপ্ন লেখে।
আমার স্বাধীনতা শাখা-সিঁদুরের বন্ধনকে টপকায়।
আমার স্বাধীনতা ঘোমটা সরিয়ে রোদ পোহায় বারবেলায়।
আমার স্বাধীনতা কুমারী জননী।
আমার স্বাধীনতা থেমে থাকা ঝড়, বিধ্বংসী অগ্নি।
আমার স্বাধীনতা ধূম্রোনাশা কাঠ।
আমার স্বাধীনতা একাকী পেরিয়েছে দূর তেপান্তরের মাঠ।
আমার স্বাধীনতা রক্ত তিলক পরে, যুদ্ধে যায়।
আমার স্বাধীনতা কখনো নম্র ভাষাহীন কখনো বদলা নেয়।
আমার স্বাধীনতা ভালোবাসার মুঠোয় ফেরে।
আমার স্বাধীনতা বেহুলার সাম্পান উল্টে দেয়, ডিভোর্স চায়।
আমার স্বাধীনতা স্বাধীন লেখায়, স্বাধীন পোষাকে, স্বাধীন চাওয়ায়।
আমার স্বাধীনতা তপ্ত প্রণামে, নির্বাপিত চিত্তের নতুন অঙ্কুরোদগমে।
আমার স্বাধীনতা স্বাধীন স্বপ্নে “স্ব” অধীনতায়।
আমার স্বাধীনতা ঘরে-বাইরে স্বপ্ন-সত্যি খেলায়।


ছবি: কুন্তল


লেখকের কথা: জয়শ্রী দাস
জয়শ্রী দাসের জন্ম ১৯৯২সালে কলকাতার সিমলা অঞ্চলে। পেশায় অধ্যাপিকা। ছোট থেকেই সাহিত্য অনুরাগী। সবচেয়ে প্রিয় কবিতার জগৎ। স্বপ্ন, ভালোবাসার পৃথিবী।এছাড়াও ভালোবাসেন ছবি আঁকতে, গান-বাজনা করতে ও বেড়াতে।

11 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum