অন্য রকম স্বাধীনতার স্বপ্ন

কবি: কৌস্তভ দত্ত

আমি কোনো নারীবাদী নই,
নই কোনো পুরুষতন্ত্রের পূজারী,
আমি কবি,
আমি স্বপ্ন দেখি,
আর গান লিখি।
আমি মুক্তির গান লিখি।
আমি স্বপ্ন দেখি এক নতুন ভোরের,
এক অন্য রকম স্বাধীনতার দিনের।
আমি স্বপ্ন দেখি সেই স্বাধীনতার দিনটার,
যেদিন ভরা সভায় দ্রৌপদী চিৎকার করে বলবে –
পার্থই শুধু আমার স্বামী, সেইই শুধু যোগ্য,
তোমরা বাকি চার জন নও।
আমি স্বপ্ন দেখি সেই স্বাধীনতার দিনটার,
যেদিন দেশের প্রত্যেকটা মেয়ে চিৎকার করে বলবে –
আমরা মানুষ, পুরুষদের যৌনক্ষুধা মেটাবার খাদ্যদ্রব্য নই।
আমাদেরও বাঁচার সমান অধিকার আছে।
আমি স্বপ্ন দেখি সেই স্বাধীনতার দিনটার,
যেদিন আমার দেশের সব শিশু
অজ্ঞানতার নাগপাশ থেকে স্বাধীন হবে।
আমি স্বপ্ন দেখি সেই স্বাধীনতার দিনটার,
যেদিন আমার দেশের সব মানুষ
ক্ষুধার শিকল ভেঙে স্বাধীন হবে।
আমি স্বপ্ন দেখি সেই স্বাধীনতার দিনটার,
যেদিন ঘুষ ছাড়াই সব বেকার ছেলে চাকরি পাবে।
আমি স্বপ্ন দেখি সেই স্বাধীনতার দিনটার,
যেদিন এড়িয়ে যাওয়ার নাটক ভুলে
দেশের সবাই অন্যায়ে বিরুদ্ধে গর্জে ওঠার ভাষা শিখবে।
আমি স্বপ্ন দেখি সেই স্বাধীনতার দিনটার,
যেদিন পিঁপড়ের ডিম নয়,
প্রত্যেকটা মানুষ পেট ভোরে ভাত খাবে।
আমি স্বপ্ন দেখি সেই স্বাধীনতার দিনটার,
যেদিন বিষ খেয়ে আত্মহত্যা নয়,
প্রত্যেকটা চাষী হাসি মুখে নবান্নে মেতে উঠবে।
আমি কোনো পুঁজিবাদী নই,
নই কোনো সমাজতন্ত্রের পূজারী,
আমি কবি,
আমি স্বপ্ন দেখি,
আমি স্বপ্ন দেখি এক নতুন ভোরের,
এক নতুন সূর্যোদয়ের,
এক অন্য রকম স্বাধীনতার স্বপ্ন আমার দুচোখে।
আমি স্বপ্ন দেখি সেই স্বাধীনতার দিনটার,
যেদিন শিল্পপতি, বড়োলোকদের পকেট থেকে মুক্ত হয়ে
‘স্বাধীনতা’ শব্দটা নিজে স্বাধীন হবে।


ছবি: কুন্তল


লেখক পরিচিতি: কৌস্তভ দত্ত
১৯৯১ সালে জন্ম, মিত্র ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক, বোড়াল হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ। কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধীনস্থ নেতাজি নগর ডে কলেজ থেকে ভূগোলে স্নাতক, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। পেশায় গৃহশিক্ষক। কলেজ জীবন থেকে কবিতা লেখা শুরু।

8 Comments

  1. অজ্ঞাতনামা কেউ একজন

    অসাধারণ লেখার দক্ষতা,আমার খুবই ভালো লেগেছে। আপনার আরও লেখা প্রকাশিত হোক।।❤❤
    ভালো থাকবেন, সুস্থ থাকবেন।।

  2. রবীন্দ্রনাথ গায়েন

    এটি একটি অসাধারণ ‌ কবিতা। সত্তি আমার এই কবিতাটি খুব ভালো লেগেছে।

  3. অজ্ঞাতনামা কেউ একজন

    ‘স্বাধীনতা’ কে আলাদা, আলাদা দিক দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে যা নিতান্তই অপূর্ব ❤🇮🇳
    আমার খুব ভালো লেগেছে লেখাটি
    আপনার লেখার ছন্দ গুলো অতুলনীয় যা অতি সুন্দর করে কবিতায় প্রকাশ পেয়েছে 🧡⚪💚
    আরও সুন্দর সুন্দর কবিতা লিখে যাবে,
    ভালো থাকবেন, সুস্থ থাকবেন 😇💐

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum