স্বাধীনতা

কবি: দেবস্মিতা খাঁড়া দাস

হে স্বাধীনতা, তোমায় পাবো বলে,
রত্ন জন্ম নিল ভারতমাতার কোলে।
সুভাষের আজাদ বাহিনী, আর রবি নজরুলের গানে,
ঐক্যবদ্ধ হলো হিন্দু-মুসলমানে।
হাসিমুখে ফাঁসিমালা, নিল বিশ্ববাসীর কাছে তরুণ ক্ষুদিরাম,
মিটিং-মিছিল আর ধর্মঘটের হলো না বিরাম।
কবি ছাড়লেন “নাইট”, পৈশাচিক হত্যাকাণ্ডে জালিয়ানওয়ালাবাগ,
কলকাতার পুত্র ধন্য তোমরা বি-বা-দী বাগ।
ভাই ভাই সবাই, এই উৎসবে কেউ রইল না বাকি,
সবার হাত রাঙিয়ে দিল কবির রাখি।
জীবপ্রেমে বলিয়ান, বিবেকের বাণী শোনালেন ভারতরত্ন স্বামীজি,
অসহযোগ, আইন অমান্য-এ উত্তাল করল গান্ধীজী।
নারীরাও পিছিয়ে নেই, প্রীতিলতা, মাতঙ্গিনী প্রাণ দিলেন,
ঢাকায় বিপ্লবী হলেন সূর্য সেন।
বিদ্যাসাগরের শিক্ষা, আর বাণীতে মুখর দেশবন্ধু চিত্তরঞ্জন,
ব্রাহ্মসমাজে আশার আলো হলেন রামমোহন।
দ্বিতীয় সমরে যবে, স্বাধীনতা রব উঠলো ধরণী ঢাকি,
তখনই বোমায় জর্জরিত হল হিরোশিমা-নাগাসাকি।
তবু হে স্বাধীনতা, তোমায় পাবো বলে,
তেত্রিশ কোটি জনতা ভাসল নয়ন জলে।
ত্রিরঙ্গা পতাকা, আর জয় হিন্দ ধ্বনিল সেই রক্তক্ষয়ী সকালে,
দিনটা হলো ১৫ ই আগস্ট, ১৯৪৭ সালে।
রক্ত ধুয়ে গেছে কবে, তবু স্মৃতি রয়ে গেছে ইতিহাসের পাতায়,
কফিনে, কবরে নিয়েছে কত মনীষী বিদায়।


ছবি: কুন্তল


লেখকের কথা: দেবস্মিতা খাঁড়া দাস
নিবাস- উলুবেড়িয়া, হাওড়া। জন্ম- ০৫/০৮/১৯৯৮। বর্তমানে উলুবেড়িয়া কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। পঞ্চম শ্রেণীতে পড়াকালীন প্রথম কবিতা প্রকাশ পায় ‘সত্তা পত্রিকা’য়। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথম লেখা প্রকাশ পায় ২০১৭ সালে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকার সাথে যুক্ত।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।