স্বাধীনতার অবক্ষয়

কবি: প্রদীপ কুন্ডু

ভুলে গেছে মানুষ আজ সেই রক্ত চোখের আগুন
ঘুন ধরেছে বিপ্লবীদের রক্তরাঙা দধীচির হাড়ে,
হাতের মুঠোয স্বাধীনতার পতাকাখানি ধরে মানুষ আজ
কেউটে সাপের বিষ ছোবলে স্বাধীনতার গলা টিপে মারে।

প্রতিবাদের কথা ভুলে শ্বাপদ নখের তীব্র জ্বালায়
প্রসন্নতা লুকিয়ে রেখে অসম্মানেও থাকে মাথা নিচু করে,
প্রতারণার চেনা ছকে সর্বনাশা সাপ লুডু খেলে
বিষাক্ত থাবার ক্ষতে আগ্নেয়গিরির জ্বালা বুকে ধরে।

অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চাপা পড়ে যায়
কাল রাত্রির পিপাসিত আধারের ইতিহাস অন্ধকারে,
জিহ্বায় উচ্চারিত বিপ্লবীদের জীবনের গাথা
খুঁজে চলে তাদের যুদ্ধের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতারে।

স্বাধীনতা দিবসের প্রভাতে প্রভাতফেরীতে স্কুল-কলেজে
রৌদ্রালোকে উদ্ভাসিত অমর বিপ্লবীদের জীবনগাথা
অভিযাত্রীর মত স্বাধীনতার সংজ্ঞা হাতড়ে বেরিয়েও
সুকণ্ঠ সংগীত আবৃত্তি ভাষণে বলে স্বাধীনতার কথা।


ছবি: কুন্তল


লেখকের কথা: প্রদীপ কুন্ডু
পেশা-  শিক্ষকতা। লেখার জগতে নতুন প্রবেশ। ছোটবেলা থেকেই ইচ্ছা থাকলেও জীবন সংগ্রামের ময়দানে সময় ও সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। নিজের জীবন সংগ্রাম ও আধুনিক সমাজকে তুলে ধরাই মূল লক্ষ্য। এছাড়া ছোটদের জন্য কিছু লেখার চেষ্টা করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন