শৃঙ্খল মোচন

কবি: সৌমিত্র মজুমদার

স্বাধীনতা মানে দু’বেলা দু’মুঠো কি
       ভাত জোগাড়ের গান,
স্বাধীনতা সে-কি ভয়ে ভয়ে থাকা
        সওয়া মান-অপমান!
স্বাধীনতা সে তো মুক্তির স্বাদ
        নয় বাঁচা নিয়ে গ্লানি,
স্বাধীনতা হলো আলোর সূর্য
        আবেগের ফুলদানি।
স্বাধীনতা দ্যায় আশার বার্তা
        বুক ভরা ভালোবাসা–
স্বাধীনতা জানি বেঁধে বেঁধে থাকা
        সুখের সাগরে ভাসা, 
স্বাধীনতা আজও পতাকায় কি-গো
        পত্ পত্ করে ওড়া!
বলো কবে হবো সত্যি ‘স্বাধীন’
        দেখবে কৃষ্ণচূড়া?


ছবি: কুন্তল


লেখকের কথা: সৌমিত্র মজুমদার
অনুমোদিত কবি, ছড়াকার, গীতিকার ও পত্র-সাহিত্যিক (আকাশবাণী, কলকাতা), সম্পাদক : “পদচারণা” সাহিত্য পত্রিকা।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum