আমার স্বাধীনতা
কবি: জয়শ্রী দাস
আমার স্বাধীনতার রং নীল।
আমার স্বাধীনতা সামাজিক-পচনের ঝুলকালি সাফা মন্বন্তরের অন্তরে।
আমার স্বাধীনতা পাইলট হওয়ার প্রস্তুতি নেয়।
আমার স্বাধীনতা স্বামীর আগে ভাত খায়।
আমার স্বাধীনতা নষ্ট আঁধারে সুখের স্বপ্ন লেখে।
আমার স্বাধীনতা শাখা-সিঁদুরের বন্ধনকে টপকায়।
আমার স্বাধীনতা …

