তিনি
কবি: সন্দীপন ভট্টাচার্য্য
আমি মন পুড়িয়েছি অপেক্ষার অনুভবে
পরিচ্ছদের মতো পাল্টে ফেলেছি নিজেকে।
অনুভূতি আলোচনায় কথা বলে
আগুন ছাড়াও আলো জ্বলে।
তোমার প্রিয় আধুনিক ছেলেখেলা
আমি তার এক অংশ অবহেলা।
সত্যে অপরূপ রসে সূর্য অস্তগামী
কোন ঘরানার নিবদ্ধ ছিলে তুমি! …