এক অন্য বৈশাখের স্বপ্ন
লেখক : কৌস্তভ দত্ত
আমার শহর আজ ক্লান্ত,
যুদ্ধ বিধ্বস্ত।
কালোবাজারির গোলক ধাঁধায় সে হারিয়েছে পথ।
একাত্তরের পর আবার তার ঘুম ভাঙে-
তীব্র সাইরেনের শব্দে।
মোচড় দিয়ে ওঠে সন্তান হারানোর যন্ত্রনা।
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম,
ছুটে চলেছে সাইরেন, …

