মৃত মহাদেব

লেখক : সাইনি রায়

মহাদেব তুমি আজ নিশ্চয়ই মৃত।
তাই তো তোমার কন্ঠের বিষ কালনাগিনী রূপ ধারণ করে,
বিষবাষ্পতে দূষিত করছে চারিদিক।
পৃথিবীর ফুসফুস আজ হয়েছে সংক্রমিত।
নাম নিয়েছে এ রোগ মহামারীর।
এখন মানুষের কোলাহলে আর পৃথিবীর ঘুম ভাঙেনা।
সর্বত্রই কোনও প্রিয় মানুষের,
তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলার তীব্র আর্তনাদ।
এখানে প্রতিনিয়ত এখন লাশ পড়ে।
গুনতে গুনতে আমরা হয়েছি ক্লান্ত।
মিথ্যে এসব ঠুনকো প্রতিষেধক।
সত্যিটা হলো মহাদেব ছাড়া কোনও প্রতিকার নেই।
কিন্তু মহাদেব তুমি কোথায়?
তুমিও কি তবে লাশ গুনতে ব্যস্ত?
সত্যি বলো মহাদেব তুমি আছো কি না আছো?
তুমি যদি না থাকো,
তবে এ দুঃসময়ের নির্মম চাবুক;
পিঠে সহ্য করে নিতে রাজি আছি।
কিন্তু তুমি যদি থেকেও হয়ে বসে থাকো অন্ধ,
তাহলে কার কাছে আমরা হাত পাতব?
শুধু একটা প্রশ্নের উত্তর দাও-
পারবে তো তুমি সহ বত্রিশ কোটি দেবতা,
এত লাশ গুনে শেষ করতে?
 

লেখক পরিচিতি : সাইনি রায়
একটু-আধটু লেখার চেষ্টা করি।বাংলা নিয়েই পড়াশোনা। গার্গী ছদ্মনামেও লিখে থাকি। আর শিখি আত্মরক্ষার পাঠ হিসাবে ক্যারাটে।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।