লেখক : অর্দ্ধেন্দু গায়েন
শহরের রাজপথে কেন এত মিছিল?
অভয়ার বিচারের দাবি নিয়ে, নাকি ব্যাক্তিগত লোভ?
লক্ষ লক্ষ মায়েদের এ নিজস্ব মাটি।
এ মাটির গন্ধে শুধু রক্তের দাগ, তবুও বসন্ত আসে–
কৃষ্ণচূড়ার লাল ফুলেরা আজও ফাগুন আনে।
একদিন ওরাও থামবে বেদনার আকাশ ছুঁয়ে।
অন্ধকারের হালকা আলোতে দু’চোখের পাতা খোলা।
ঘুমিয়ে পড়া চোখের আগে দুঃস্বপ্নের পসরা সাজিয়ে,
অপেক্ষায় হারিয়ে যায় একমাত্র মেয়ের বাৎসল্য প্রেম।
জীবনের মানে, ডুবতে থাকে শাসকের দুর্নীতির চোরাবালিতে।
রাজশয্যায় ঘুমিয়ে, এরা সম্পর্ককে
যখন খুশি খুন করতে পারে শ্লীলতাহানি করে।
বেশ, আপনারাই বলুন,
কেউ শখ করে পথে নামে?
কেউ আবদার করে ছুঁতে চায় শূন্যতাকে?
নির্লজ্জতার কোলে মাথা রেখে আর কত ঘুমোবে?
সবটুকু তৃষ্ণা মেটাতে আর কত ধর্ষণ, আর
কত শৈশব, আর কত নগ্ন দুহিতার শরীর চাই?
দুর্যোধনের জন্যে ভানুমতির ঘোলাটে প্রেম যেমন
অদৃশ্য, জোর করে তোষণের মধ্যে শাসকের ভালোবাসা
তেমনই প্রাণহীন। ক্ষমতার দম্ভে আস্ফালন করে,
আর কত মায়ের মেরুদণ্ড ভাঙতে চাও তুমি?
ঠিক এমনই অভিশপ্ত আগস্ট আর কত
জন্ম নেবে, তোমাদের হাত ধরে প্রতিদিন, প্রতিক্ষণ?
লেখক পরিচিতি : অর্দ্ধেন্দু গায়েন
জন্ম উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের মাধবকাটী গ্রামে।পেশায় সরকারী চাকুরী হলেও নেশা পড়াশোনা , ইচ্ছে হলেই লেখা-সে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ যা কিছু হতে পারে, অবসরে বাগান করা,ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা ইত্যাদি।তবে সব পরিচয়ের সমাপ্তি ঘটে সৃষ্টিতে --পাঠক যেভাবে চিনবেন আমি সেভাবেই থেকে যাবো।

