কবি: সৌরভ চক্রবর্তী
অবকাশ চাইতাম প্রতিদিন একসময়,
আজ সেই অবকাশই যেন বাধা।
দিন দিন হাঁপিয়ে উঠছি।
রাতের অবকাশ এখন
সারাদিনের অবকাশে পরিণত।
তোমার আমার সারাদেশের ঘরে
শুধুই অসুস্থতা হাসে।
নিশ্চিত ঘুম সময় পায় না
ভাবে আবোলতাবোল সারারাত!
কোথা হতে আসলো
অযাচিত তছনছ —
সময় কি পাবো?
দেখে যেতে নতুন পৃথিবীতে
মুখের মুখোশবিহীন মুক্ত জীবন
অপেক্ষায় দিন কাটে।
মন বলে এই অবকাশ চাই না,
যেখানে শুধুই অপেক্ষা —
সুস্থ জীবনের সুখবরের।
অগোচরে চলে যেতে
ইচ্ছে করে রূপকথার দেশে —
যদি পাওয়া যেত,
সোনার কাঠি-রুপোর কাঠি!
দুইয়ে ছুঁইয়ে মারতাম
অতিমারী ।
আশা হারায়নি
মনে আছে জোর।
সেদিন রাতে দেখি আমি —
কোনো ঈশ্বর নয়,
মানুষের তৈরি ভ্যাকসিনেই আছে জোর।
লেখকের কথা: সৌরভ চক্রবর্তী
পেশা: ম্যানেজিং ডিরেক্টর, প্রিজমহাব অনলাইন সলুশন্স (Prismhub Online Solutions Pvt Ltd) – একটি তথ্যপ্রযুক্তি সংস্থা। তথ্যপ্রযুক্তির সাথে সাথে আগ্রহ সাহিত্য, লেখালিখি ও ভিন্ন স্বাদের সৃজনশীল কাজে। এছাড়া সময় কাটে মহাভারতের উপর বিশ্লেষণমুখী বই ও বিভিন্ন ধরনের বই, বিশেষ করে গান্ধী থেকে মার্ক্স এর দর্শনের বই ও রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গোর্কি, মার্ক টোয়েন, তলস্তয় পড়ে। সমরেশ মজুমদার এর উপন্যাস ‘কালবেলা’ প্রিয় উপন্যাস।
বর্তমান সময়ের চালচিত্র।
।