লেখক : প্রভঞ্জন ঘোষ
আভা
তোমার রাজ্যে আঁধার আছে জানি,
তবুও জানি রাতের বেলা
ওঠে সূর্য্য খানি।
রাত ও দিনের সন্ধিক্ষণে
যেই আলোটি মেলে,
সেই আলোতে কি বলে যাও
আধো অন্তরালে?
ওপারেতে হঠাৎ ক’রে
অগাধ আলোর গুঁড়ো,
আঁধার সাঁতরে ধীরে-ধীরে
অজস্র হয় জড়ো!
এদিক থেকে যতই না তাই
ছায়ার মূর্তি আঁকো,
জানি সবার বড় তারা
ঊর্ধ্বে বেঁধে রাখো।
চিহ্ন
পুরোপুরি মুছে যেতে গিয়ে
আকাশের কোলে,
গুটিকয় তারা দেখি
মিটিমিটি জ্বলে।
আঁধারের মিশকালো-
ক্ষীণ তারাগুলি,
ভেঙেচুরে জিতে নেয়
রাত্রি কেবলই।
সেই জ্যোতি তুহিনের
ধুম্র বুক ঘিরে,
বিচ্ছুরিত দিয়ে যায়
মরমী আলোরে!
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী