কবি: উত্তম চৌধুরী
কোনও পথ চূড়ান্ত নয়।
আলোর উলটো দিকে চোখ
টেনে আনে অযাচিত ভয়।
আঁধিমুখ দেখেছ কখনো?
সুনামির ভয়াবহ শ্বাস?
আমফানের তীব্র বাতাস?
ভারবাহী উটের মতোই
অনেকের পথ ক্লান্তিকর।
অভিজ্ঞানে জেনেছে মানুষ
কখন ভেঙেছে কার ঘর।
ছবি: প্রণবশ্রী হাজরা
লেখকের কথা: উত্তম চৌধুরী
জন্ম: ২৪.০৪.১৯৬২। শিক্ষাগত যোগ্যতা: এম, এ, বি, এড, ( ইংরেজি)। পেশা: শিক্ষকতা। কবিতা লেখা: ১৯৭৮ সাল থেকে। প্রকাশিত কাব্যগ্রন্থ: চোদ্দোটি। উল্লেখ্য : রোদের খণ্ডচিত্র, শব্দবাহক, সনেট আটচল্লিশ, করতালি ধরে রাখবেন প্রভৃতি। গল্পগ্রন্থ: বাঁশব্যাংক। সম্পাদিত পত্রিকা: দৃশ্যমুখ। পুরস্কারপ্রাপ্তি: বিনয় পদক, উত্তরবঙ্গ নাট্যজগৎ, চক্রবাক, চিকরাশি, মন্দাক্রান্তা প্রভৃতি। যেসব পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত: দেশ, নন্দন, তথ্যকেন্দ্র, সমন্বয়, নহবত, কবিমন, মল্লার, শিলাদিত্য, ত্রিবৃত্ত, তমসুক, নোনাই, কৃত্তিবাস, আজকাল, উত্তরবঙ্গ সংবাদ, এশিয়ান এজ, পোয়েট্রি ওয়ার্ল্ড প্রভৃতি।