আহ্বান

লেখক : মোছাঃ লাম্মি খাতুন

তোমার পরশে আমার স্বপ্ন ভাঙে,
আমি কিন্তু এতে বিচলিত নয়।
চোখ মেলে যখন দেখি তোমার তীক্ষ্ণ রশ্মি আমার কপালে চুম্বন করছে,
আমার হৃদয়ের আন্ধারকে পরাজিত করে আলোর প্রদীপ জ্বলেছে,
তখন আমি সকল স্বপ্ন ভুলে যাই।
পনেরো কোটি কিমি পথ অতিক্রম করে তুমি এসেছো,
তুমি এসেছো আমার খুশি হয়ে,
তুমি এসেছো আমার প্রথম সকাল হয়ে,
তুমি জেগেছিলে পুব আকাশে
আমার হৃদয় হয়ে।
পশ্চিমের দেশে তুমি আর যেও না।
তুমি থেকে যাও,
তুমি থেকে যাও আমার হৃদয়ে।


লেখক পরিচিতি : মোছাঃ লাম্মি খাতুন
নামঃ মোছাঃ লাম্মি খাতুন, শিক্ষার্থী দশম শ্রেণি, রেডিও কলোনি মডেল স্কুল, সাভার, ঢাকা। অনেকদিন ধরেই কবিতা লেখার চেষ্টা করি। আজকে প্রথম লেখা পাঠাচ্ছি৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum