অকপটে

লেখক : প্রভঞ্জন ঘোষ

সোজাকথা সোজাভাবে বলি
ব্যাঁকা যত বেঁকিয়ে-বেঁকিয়ে বলা
ভেদ্য সবই সিধে-তলোয়ারে,
শ্বেত-শ্যাঁকালু নিয়ে পথ চলা।

ঠ্যাঁট-ভণিতা-আদিখ্যেতায় এসে
ঘুলোই না শির ঘোলাট ধূলিঝড়ে
ঘূর্ণিজলের বৃত্তে নিত্য নয়,
ঝর্ণাধারায় শরীরখানি জোড়ে।

আজ পোলাও,কালকে বিরিয়ানি
কাঁচকদলীর পত্রে মজে না,
সাদা ভাতের শ্বেতসারে সখ্যতা
ডালে-ঝোলে-রসায় দিওয়ানা।

আড়ংঘাটায় আবলুস নেই তবু
আড়ম্বরে আবলুসি জপ করে,
চিকচিকে জল জড়িয়ে বক্ষমুলে
শীর্ণ নদী সর্পিল সঞ্চারে-

ঋজুপথে মরশুমী জিপগুলো
হাওয়া কেটে হনহনিয়ে ছোটে,
ঘোরপ্যাঁচালো পাকদন্ডী বেয়ে
কু ঝিক-ঝিক কষ্টেসৃষ্টে ওঠে!


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
-সাহিত্য অনুরাগী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum