আমার চাওয়া

লেখক : প্রসেনজিত চৌধুরী

যে রাতে ঘুম আসে না,
আমার কবিতা লিখতে ইচ্ছে করে।
হলুদ পাতায়, কালো অক্ষরে,
পর পর লেখা থাকবে অনেকগুলো শব্দ…
অনেক গহীনে থাকবে যার শেকড়।
প্রত্যেক যতি চিহ্নে
জমে থাকবে কিছু দীর্ঘশ্বাস।
প্রতিটা স্তবকে থাকবে
কিছু অপূর্ণতা।
সেরকম একটা কবিতা।

ছোট্ট ঝর্ণা যেভাবে পড়ে ঝরে,
আগুন বেয়ে ওপরে ওঠে ধোঁয়া,
ঠিক সেভাবেই ছন্দ আসুক লেখায়
নির্ঘুম রাতে এটাই আমার চাওয়া।

অনেক দূর থেকে ভেসে এসে
বাউলিয়া সুর বিষণ্ণতায় যায় মিশে।
জেগে থাকা এই তরল অন্ধকারে
আমার কবিতা হয়ে বাঁচতে ইচ্ছে করে।


লেখক পরিচিতি : প্রসেনজিত চৌধুরী
কবিতা লিখতে ইচ্ছুক।চেষ্টা করি লেখার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up