আমার অপেক্ষা

লেখক : অম্লান ভট্টাচার্য

এখন আবছা দেখি সবকিছু, প্রহরীবিহীন সীমানা খুঁজে বেড়াই- অন্ধ মানুষেরা ভিড় করে আমার মনের বারান্দায়, পরে বুঝেছিলাম তাঁরা সব হেঁটে চলা মৃতদেহের স্তূপ,  আমাকে তাদের দলে নেবে, আমার ঘর বাড়ি উঠোন নদীর পাড় সমুদ্র সৈকত সবকিছু দখলে নিতে চায়।

এখন শুধু সময়ের অপেক্ষা, কেন জানি না, উপন্যাসের শেষ পৃষ্ঠা আজো আমার কাছে অধরা, মাঝে মাঝে মনে হয় মৃত্যু কী এতোটাই দূর্লভ না কি দুর্বল চিত্তের, হঠাৎ একদিন বুঝলাম, বেশ খানিকটা আনন্দ হলো যে আমি তো মানুষের প্রতিনিধি, ঈশ্বরের নয়, আমার মৃত্যু কোথাও লেখা নেই, যেভাবে নক্ষত্রেরা ঝরে পড়ে দূরে দূরে আরো দূরে কোনো ঠিকানাহীন গল্পে, আমার মৃতদেহের সৎকার হবে ধর্মাচরণের বাইরে।


লেখক পরিচিতি : অম্লান ভট্টাচার্য
কলকাতা নিবাসী,পচ্ছন্দের বিষয় কবিতা

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum